রাজ্যের খবর

বাংলাদেশের পতাকা লাগানো লাক্সারি বাসকে কেন্দ্র করে চাঞ্চল্য নদিয়ায়

A luxury bus with a Bangladeshi flag creates a stir in Nadia

Truth of Bengal: মাধব দেবনাথ,নদিয়াঃ হঠাৎই শহরতলিতে দেখা গেল বাংলাদেশের পতাকা লাগানো লাক্সারি বাস। যাকে  কেন্দ্র করে বাড়ছে রহস্য। নদিয়ার কৃষ্ণনগরের ঘটনা। সূত্রের খবর রবিবার রাতে হঠাৎ একটি বাস কৃষ্ণনগর শহরতলিতে ঢুকে পড়ে। বাসটির গায়ে রয়েছে ভারত এবং বাংলাদেশের পতাকা লাগানো।

জানা যায় বাংলাদেশের ঢাকা থেকে কলকাতা এই বাস চলাচল করে, বিয়ের জন্য কৃষ্ণনগর থেকে উত্তরবঙ্গে যাওয়ার উদ্দেশ্যে এই বাস ভাড়া করা হয়। কিন্তু শহরতলিতে চলছিল ট্রাফিক পুলিশের নাগা চেকিং, বাসটি সামনে আসতেই পুলিশ বাসটিকে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। তৎক্ষণাৎ প্রচুর মানুষের জমায়েত হয়। মানুষের প্রশ্নের মুখে পড়তে হয় পুলিশ প্রশাসনকেও। দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের পর বাস চালক তার প্রয়োজনীয় কাগজপত্র দেখায় ট্রাফিক পুলিশকে। এরপর ওই বাসটিকে ছেড়ে দেওয়া হয় পুলিশের তরফে।

তবে বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির পর নদিয়া জেলায় যেভাবে অনুপ্রবেশে সংখ্যা বেড়েছে সেই নিয়ে এমনিতেই চিন্তিত জেলা বাসি। তার মধ্যে বাংলাদেশের পতাকার ছবি লাগানো বাস নজরে পড়তেই শুরু হয় চর্চা। ক্যামেরার সামনে মুখ খুলতে না চাইলেও অনেকেই প্রশ্ন করছেন, যেভাবে সীমান্তের কাঁটাতার পেরিয়ে অনায়াসে অনুপ্রবেশ হচ্ছে সেইখানে এই বাসে করে তো অনুপ্রবেশ হতেই পারে। পুলিশ প্রশাসনের উচিত বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার, না হলে বাংলাদেশীরা অনায়াসে দিনে রাতে প্রবেশ করবে ভারতে। অন্যদিকে বাসটিকে ছেড়ে দিলেও পূর্ণাঙ্গ তদন্ত করে দেখছে কৃষ্ণনগর কোতোয়ালী থানার পুলিশ বলে জানা গেছে।

Related Articles