রাজ্যের খবর

জঞ্জালের স্তুপ থেকে উদ্ধার বিপুল পরিমাণে ভোটার কার্ড, উঠছে প্রশ্ন

A large number of voter cards recovered from the pile of garbage, questions are raised

The Truth Of Bengal: মুর্শিদাবাদ জেলার ভরতপুর দু নম্বর ব্লকের অন্তর্গত সালার এলাকার জঞ্জাল ফেলার ভ্যাটে পড়ে রয়েছে বিপুল পরিমাণে ভোটার কার্ড। এত পরিমানে ভোটার আইডি কার্ড জঞ্জালের স্তুপে কোথা থেকে এলো এবং কেন এই জঞ্জাল স্তুপে এত পরিমানের ভোটার আইডি কার্ড পড়ে রয়েছে তা নিয়ে এলাকাবাসীদের মধ্যে উঠছে প্রশ্ন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে এবং এই ঘটনার পর এলাকার বাসিন্দারা কার্যত জানাচ্ছেন এখানে প্রায় কয়েক দিন ধরে এই ভোটার কার্ড গুলি পড়ে থাকতে দেখা গিয়েছে।

এই ভোটার কার্ড গুলি কোথা থেকে এসেছে তা নিয়ে কোনো ধারণাই করতে পারছেন না তারা। কান্দি -কাটোয়া রাজ্য সড়কের পাশে কুলোরি মোড় থেকে দত্তবরুটিয়া যাওয়ার পথে রাস্তার পাশে একটি জঞ্জালের স্তুপে কিছু ভোটার কার্ড পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। কৌতূহলবশত কিছু কার্ড সরিয়ে দেখতেই চোখ কপালে ওঠে স্থানীয় বাসিন্দাদের। জঞ্জালের মধ্যে থেকে উদ্ধার হয় কয়েক হাজার ভোটার আইডি কার্ড। উদ্ধার হওয়া কার্ডগুলির মধ্যে যেমন পুরোনো কার্ড রয়েছে, তেমনই অনেক নতুন কার্ডও আছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে কেউ বা কারা ওই কার্ডগুলি জঞ্জালের মধ্যে ফেলে দিয়ে যায়। প্রথমে বুঝতে না পারলেও বৃষ্টিতে জঞ্জাল ধুয়ে খালের জলে মিশে যাওয়াতে ভোটার কার্ডগুলি বেরিয়ে পড়ে। সালার থানার এক আধিকারিক জানিয়েছেন, ভোটার কার্ড উদ্ধারের ঘটনার পরেই এলাকায় গিয়েছিল পুলিশ। বিডিও অফিসেও যোগাযোগ করে তারা। উদ্ধার হওয়া ভোটার কার্ড গুলির কোনো ‘ডকুমেন্ট ভ্যালু’ নেই বলেই সেগুলি নষ্ট করে খাল পাড়ে ফেলে দেওয়া হয়েছিল বলে তারা বিডিও অফিস থেকে জানতে পারে।

Related Articles