রাজ্যের খবর
সীমান্তবর্তী এলাকায় উদ্ধার বিপুল পরিমাণ নিষিদ্ধ সিরাপ
A huge amount of contraband syrup was recovered at the border

Truth Of Bengal : নদিয়া, মাধব দেবনাথ : বাংলাদেশ পাচারের আগে বিপুল পরিমাণে নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার চাপড়া থানার খ্রীস্ট পাড়া এলাকায় একটি বাড়ির থেকে।
চাপড়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে, একটি বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করল ৩০০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ।পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ ওই বাড়ির উপরে নজর রাখছিল, গতকাল গভীর রাতে বাড়িতে হানা দেয় চাপড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনিন্দ্য মুখার্জি নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। বাড়ির তালা ভেঙে ঘরের ভিতরে খাটের নিচে পেটিতে রাখা ছিল নিষিদ্ধ কাশির সিরাপ গুলি।
ঘটনাস্থলে যায় কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিকে ডিএসপি শিল্পী পাল, বাড়িটি সিল করে দেয় পুলিশ। তদন্তের স্বার্থে পুলিশ বাড়ি মালিকের নাম প্রকাশ করেনি। যদিও কোথা থেকে এলো নিষিদ্ধ কাশির সিরাপ সেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।