রাজ্যের খবর
কালীপুজোর আগে বিপুল পরিমান নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার, গ্রেফতার ১
A huge amount of banned words recovered before Kali Puja, 1 arrested

Truth Of Bengal : কালীপুজোর আগে নিষিদ্ধ শব্দবাজি নিয়ে অভিযানে নেমেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার পুলিশ। গোপালনগর থানা এলাকার বিভিন্ন জায়গায় চলছে এই অভিযান। রবিবার সন্ধ্যাবেলায় গোপালনগর থানার কদমতলা বাজার এলাকায় অভিযানে নেমে একটি স্টেশনারি দোকান থেকে ১৫ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে ওই দোকান মালিকের নাম বিধুভূষণ দাস, তিনি পুলিশকে বাজি বিক্রির কোন রকম কোন বৈধ কাগজ দেখাতে পারেননি।
এই ঘটনায় নিষিদ্ধ শব্দবাজি বিক্রি করার অপরাধে দোকান মালিক বিধুভূষণ দাসকে গ্রেফতার করে গোপাল নগর থানার পুলিশ। সোমবার ধৃতকে গোপালনগর থানার পুলিশের পক্ষ থেকে বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর কালীপুজোর আগে নিষিদ্ধ শব্দবাজি নিয়ে গোপালনগর থানা এলাকার বিভিন্ন জায়গায় পুলিশি অভিযান জারি থাকবে আগামীতেও।