বনদপ্তরের তরফে বসানো খাঁচায় খাঁচাবন্দি পূর্ণবয়স্ক চিতাবাঘ
A full-grown leopard caged in a cage installed by the forest department

The Truth Of Bengal: ফের চা বাগানে খাঁচা বন্দি হলো চিতাবাঘ। বনদপ্তরের তরফে বসানো খাঁচায় খাঁচাবন্দি হল একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। ডুয়ার্সের মেটেলি ব্লকের জুরন্তি চা বাগানের ঘটনা।
সূত্রের খবর, রবিবার রাতে বাগানের বাসিন্দারা চা বাগানের ১২ নাম্বার সেকশনে বসানো খাঁচা থেকে লেপার্ডের গর্জন শুনতে পায়। কাছে গিয়ে দেখে একটি পূর্ণবয়স্ক লেপার্ড খাঁচার ভিতর এদিক ওদিক ছোটাছুটি করছে। খবর চাউর হতেই বহু মানুষের ভিড় হয় এলাকায়। খবর দেওয়া হয় বনদপ্তরের খুনিয়া স্কোয়াডে। সেখান থেকে বনকর্মীরা এসে খাঁচা সহ লেপার্ডটিকে উদ্ধার করে নিয়ে যায়।
জানা যায়, জুরন্তি চা বাগানে দিনের পর দিন লেপার্ডের অত্যাচার বেড়েই চলছিল। সন্ধ্যার পরেই চা বাগান থেকে সংলগ্ন জনবসতি এলাকায় ঢুকে যাচ্ছিল লেপার্ড। বাড়িতে ঢুকে ছাগল, মুরগি সাবার করছিল। বাগানের তরফে বনদপ্তরের খুনিয়া স্কোয়াডে খাঁচা বসানোর দাবি জানানো হয়। সেই অনুযায়ী সপ্তাহখানেক আগে বনদপ্তরের তরফে বাগানের ১২ নম্বর সেকশনে খাঁচা বসানো হয়। দেওয়া হয় ছাগলের টোপও। অবশেষে এদিন লেপার্ড খাঁচা বন্দি হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে বাগানের জনগণের মধ্যে। বনদপ্তর সূত্রে জানা গেছে, লেপার্ডটি সুস্থ রয়েছে। সেটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।