রাজ্যের খবর

গজলডোবায় ঝুলন্ত সেতুতে চলন্ত ডাম্পারে অগ্নিকাণ্ড, দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়

A fire broke out in a moving dumper on the suspension bridge in Ghazaldoba

The Truth Of Bengal : গজলডোবায় ঝুলন্ত সেতুতে চলন্ত ডাম্পারে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। জানা গিয়েছে যে এদিন বালি বোঝাই ডাম্পার ওদলাবাড়ির দিক থেকে আমবাড়ির দিকে আসছিল। ঠিক সময় ঝুলন্ত সেতুর কাছে আচমকা ডাম্পারটিতে আগুন ধরে যায়।

ঘটনার পর দ্রুত ডাম্পারটিকে থামিয়ে গাড়ি থেকে নেমে পড়েন চালক এবং সহকারি চালক। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে ডাম্পারটিতে। এই দেখে তরীঘরী স্থানীয়রা খবর দেন দমকলকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের একটি ইঞ্জিন। এরপর দমকলকর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে কি কারনে আগুন লাগল তা এখনও জানা জায়নি। শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা দমকলকর্মীদের। এদিন এই ঘটনার জেরে কিছুক্ষণের জন্য ঝুলন্ত সেতু দিয়ে যানবাহন চলাচল অবরুদ্ধ হয়ে যায়। যদিও পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।

 

FREE ACCESS

Related Articles