রাজ্যের খবর

পুজোর আগে সাধারণের নিরাপত্তা আরও জোরদার করতে ‘ভরসা’ অ্যাপ চালু করলো পূর্ব বর্ধমান জেলা পুলিশ

A few days ago, the East Burdwan District Police launched the 'Versa' app to strengthen general security

Truth Of Bengal: পূর্ব বর্ধমান, পিন্টু প্যাটেল: পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে সাধারণ নাগরিকের পরিষেবা প্রদানের জন্য চালু হল নতুন অ্যাপ। অ্যাপটির নাম দেওয়া হয়েছে ‘ভরসা’। এটি বাংলা এবং ইংরেজি দুটি ভাষাতেই পাওয়া যাবে। ‘ভরসা’ অ্যাপটি সাধারণ নাগরিক পরিষেবা মোবাইল অ্যাপ্লিকেশন এর উদ্বোধন করলেন বর্ধমান জেলা পুলিশ সুপার আমানদীপ।

জেলা পুলিশ সুপার আমানদীপ জানান মানুষ যাতে সহজেই পুলিশের নাগাল পান, সাধারণ মানুষ যাতে নিজের যেকোনো অভিযোগ সহজেই ঘরে থেকেও জানাতে পারেন সেই কথা মাথায় রেখেই এই অ্যাপটি বানানো হয়েছে। সাধারণ মানুষের সুবিধার্থে প্রায় দেড় থেকে দুই মাস ধরে এই অ্যাপটির সম্বন্ধে পর্যবেক্ষণ করা হচ্ছে। তারপরেই আজকে সকলের মধ্যে প্রচার করা হল এই ‘ভরসা’ অ্যাপের বৈশিষ্ট্য বা কাজ।

আমরা দ্রুত প্রচার শুরু করব বলে জানান জেলা পুলিশ সুপার। বর্ধমান শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় স্কুল, কলেজ এছাড়া গুরুত্বপূর্ণ জায়গা গুলিতে এই অ্যাপটির পোস্টার দেওয়া হবে এবং এই অ্যাপের মধ্যে একটি কিউআর কোড থাকবে যে কিউআর কোড এর মাধ্যমে যে কোন মানুষ তার যেকোনো সমস্যার কথা অনলাইনের মাধ্যমে সহজেই জানিয়ে দিতে পারবেন এবং তার সেই অভিযোগ সরাসরি জমা পড়ে যাবে বর্ধমান জেলা পুলিশ সুপার অফিসে।

সামনেই আসছে দুর্গাপুজো। তার আগেই বর্ধমান জেলা পুলিশের বড়সড়ো উদ্যোগ। সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে ‘ভরসা’ অ্যাপ চালু করল বর্ধমান জেলা পুলিশ। উপস্থিত ছিলেন বর্তমান জেলা পুলিশ সুপার, অতিরিক্ত জেলা পুলিশ সুপার, এবং অন্যান্য পুলিশ আধিকারিকগণ।

জেলা পুলিশের তরফে অ্যাপের নাম দেওয়া হয়েছে ‘ভরসা’। গুগল প্লে স্টোরে পাওয়া যাবে এই অ্যাপটি। যে কোন বিপদে পড়লে এই অ্যাপ এর মাধ্যমে বিপদ সংকেত পাঠালেই এবং নিজের অভিযোগ সেখানে জানালেই জেলা পুলিশের উদ্যোগে কড়া ব্যবস্থা নেওয়া হবে ১ সপ্তাহের মধ্যে। জেলা পুলিশ সুপার আমানদ্বীপ বলেন বর্ধমান শহর ছাড়াও অন্যান্য জেলাতেও যেকোন মানুষ বিপদে পড়লে এই অ্যাপের সাহায্যে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং নিজের অভিযোগ জানাতে পারবেন।

এক্ষেত্রে বর্ধমান জেলা পুলিশের তরফে সেই বার্তা পৌঁছে দেওয়া হবে সংশ্লিষ্ট জায়গায়। জেলায় আইনের শাসন বজায় রাখার এবং ব্যক্তিগত অধিকার রক্ষার দায়িত্বে বর্ধমান জেলা পুলিশের এহেন উদ্যোগ। পূর্ব বর্ধমানের সমস্ত বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নত করতে, সচেতনতা বাড়ানোর জন্য, এবং সকলের সুরক্ষা নিশ্চিত করার জন্য এই ‘ভরসা’ অ্যাপের সূচনা করা হয়।

এই নতুন অ্যাপ এর মাধ্যমে যাত্রা শুরু করার সাথে সাথে সকলের সমর্থন, সহযোগিতা এবং সতর্কতা একটি নিরাপদ ও আরো অন্তর্ভুক্তিমূলক এবং প্রগতিশীল পূর্ব বর্ধমান শহরের সকলের সম্মিলিত প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বর্ধমান জেলা পুলিশ। এই ‘ভরসা’ অ্যাপের মধ্য দিয়ে সকল সাধারণ মানুষের জন্য ন্যায় বিচার, নিরাপত্তা এবং অগ্রগতি ফুটে উঠবে।

Related Articles