কালিয়াগঞ্জ শহরে নৃত্যাঙ্গন নৃত্য মহাবিদ্যালয়ের উদ্যোগে মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান
A delightful cultural program organized by Nrityangan Dance College in Kaliaganj city

Truth of Bengal: সত্যেন মহন্ত, কালিয়াগঞ্জ: উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের নজমু নাট্যনিকেতন মঞ্চে উত্তর দিনাজপুর জেলার বিশিষ্ট নৃত্যাঙ্গন নৃত্য মহা বিদ্যালয়ের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করলেন উত্তর দিনাজপুর জেলার তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের জেলা আধিকারিক শুভম চক্রবর্তী। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের জেলা আধিকারিক শুভম চক্রবর্তী বলেন কালিয়াগঞ্জ শহরকে নাটকের শহরের সাথে সাথে সাংস্কৃতিক শহর সবাই বলে থাকে।
এই শহরে কোন সময় সপ্তাহব্যাপী নাট্য উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে, কোন সময় নাটকের কর্মশালা আবার বেশির ভাগ সময় কালিয়াগঞ্জ শহরে অসাধারণ বেশ কিছু নৃত্য মহাবিদ্যালয় আছে যারা ইতিমধ্যেই শুধু কালিয়াগঞ্জ শহর বা জেলা শহর বা রাজ্য নয় ভারতের বিভিন্ন প্রান্ত থেকে পুরস্কৃত হয়ে আসে যা সত্যি সত্যিই আমাদের গর্বের ব্যাপার। নৃত্যাঙ্গন মৃত্যু মহাবিদ্যালয় অধ্যক্ষা মিতালী তরফদার কুন্ডু বলেন তাদের বাৎসরিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবে নৃত্যাঙ্গন নৃত্য মহা বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা তাদের প্রত্যেকের শ্রেষ্ঠ নৃত্যগুলি পরিবেশন করেছেন।
তিনি বলেন, কালিয়াগঞ্জ শহরের সংস্কৃতিবান মানুষ তাদের পাশে থাকার ফলেই তারা এই ধরনের অনুষ্ঠান করবার সাহস পেয়ে থাকে।ভবিষ্যতেও তিনি এই কর্মযজ্ঞ চালিয়ে যাবেন বলে তার দৃঢ় বিশ্বাস। নৃত্যাঙ্গন নৃত্য মহাবিদ্যালয়ের কর্ণধার প্রবীর কুন্ডু বলেন কালিয়াগঞ্জ শহর সাংস্কৃতির শহর তাই আমরা বড় ধরনের কোন অনুষ্ঠান করতে সাধারণ মানুষ আমাদের পাশে থাকে। আর সেই জন্যেই আমরা সাহস পেয়ে থাকি।