সাত সকালে খোলা হাই ড্রেনে পড়ে মৃত এক মহিলা
A dead woman fell into an open high drain at seven in the morning

The Truth Of Bengal,দেবাশীষ গুছাইত, হাওড়া: দিন কয়েক আগে জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় এক কলেজ ছাত্রীর। ওই বিপর্যয়ের রেস কাটতে না কাটতেই খোলা মুখ নর্দমায় পড়ে মৃত্যু হল এক মহিলার।রবিবার সাত সকালে কোনা এক্সপ্রেস ওয়ের সার্ভিস রোডের ধারে খোলা হাই ড্রেনে এক মাঝ বয়সী মহিলাকে মৃত অবস্থায় ভাসতে দেখা যায়। সেই সময় হাওড়া পুরসভার সাফাইকর্মীরা নর্দমা পরিষ্কার করছিলেন।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চ্যাটার্জিহাট থানার পুলিশ। দেহ উদ্ধারের পর পুলিশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।ব্যস্ত কোনা এক্সপ্রেস ওয়ের ধারে কিভাবে হাইড্রেন খোলা অবস্থায় থাকল সেই নিয়ে উঠছে প্রশ্ন। এলাকার বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ওই ড্রেনের মুখ খোলা অবস্থায় আছে। তার পাশ দিয়েই যাতায়াত করেন স্থানীয় বাসিন্দারা ও পথ চলতি মানুষ । যে কোন মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। কোনোভাবে ওই মহিলা নর্দমার সামনে চলে যাওয়ায় পা পিছলে ড্রেনে পড়ে যাওয়ার ফলে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে অনুমান।
স্থানীয়রা চাইছেন ড্রেনের খোলা মুখ বন্ধ করে দেওয়া হোক। এদিকে হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানিয়েছেন কোনা এক্সপ্রেসওয়ে ১১৭ নম্বর জাতীয় সড়ক। এর দেখভালের দায়িত্ব ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া র। তবে পুর এলাকার নিকাশী ব্যবস্থা ভালো রাখার জন্য হাইড্রেনের ওপর ফাঁকা জায়গা রাখা হয় যাতে পাম্পের সাহায্য জল বের করে দেওয়া যায়। গোটা ঘটনা তদন্ত করে দেখা হবে। পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।