গভীর রাতে ব্রিজের নিচ থেকে উদ্ধার বস্তা বন্দী এক যুবতীর মৃতদেহ
A dead body of a young woman was recovered from under the bridge late at night

Truth Of Bengal: দক্ষিণ ২৪ পরগনা, জাহেদ মিস্ত্রী: দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ পাথরপ্রতিমার মধ্যে সংযোগকারী আড্ডির বাজার মিলন সেতু, আর সেই সেতুর উপরে প্রায় পাঁচ বছর ধরে কোন আলো নেই। হঠাৎ দু-তিন দিন ধরে এলাকার লোক দেখতে পায় ব্রীজের তলায় আটকে রয়েছে একটি বস্তা, তবে কেউ গুরুত্ব দিচ্ছিল না।
মাঝেমধ্যে দুর্গন্ধ, শেষ পর্যন্ত দুর্গন্ধ তীব্র হতে পুলিশকে খবর দেওয়া হলে রাতে, রাতে কাকদ্বীপ থানার পুলিশ এসে বস্তাটিকে উদ্ধার করে। ধারনা করা হচ্ছে, এটি কোন যুবতীর মৃতদেহ। এই যুবতীর পরিচয় খুঁজতে ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে কাকদ্বীপ থানার পুলিশ। বৃহস্পতিবার কাকদ্বীপে ওই মৃতদেহের ময়নাতদন্ত করা হবে বলে জানা গিয়েছে।
এদিকে এলাকার মানুষ জানান, বহু বছর ধরে ব্রিজের সৌরশক্তি দ্বারা পরিচালিত লাইট গুলি খারাপ হওয়ার জেরে অন্ধকার থাকে রাতে করে, যার জেরে রাতে বিভিন্ন অপরিচিত লোকের আনাগোনা বেড়েছে এই ব্রিজে।