বিদ্যালয়ের ভিতর থেকে উদ্ধার গোখরো সাপ ও প্রচুর সংখ্যক ডিম! দেখুন ভিডিয়ো
A cobra and a large number of eggs were recovered from inside the school! Watch the video

Truth Of Bengal: মাধব দেবনাথ, নদিয়া: নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভার অন্তর্গত একটি বিদ্যালয় থেকে বিষধর গোখরো সাপ ও প্রায় ১৭টি সাপের ডিম উদ্ধার হওয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। বিদ্যালয় চত্বরেই সাপের উপস্থিতি এবং ডিম মেলার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ছাত্রছাত্রী, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
বিদ্যালয়ের ভিতর থেকে উদ্ধার গোখরো সাপ ও প্রচুর সংখ্যক ডিম! দেখুন ভিডিয়ো pic.twitter.com/8EDJRoFtMJ
— TOB DIGITAL (@DigitalTob) May 6, 2025
ঘটনার সূত্রপাত বিদ্যালয়ের আশেপাশে হঠাৎ একাধিক সাপ চোখে পড়ার পর। স্থানীয় কিছু ব্যক্তি প্রথমে গোখরো সাপ দেখতে পান এবং সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় বনদফতরে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছন বনদফতরের কর্মীরা। সাপদুটি জীবিত অবস্থায় উদ্ধার করার পরই দেখা যায়, তাদের আশপাশেই রয়েছে সাপের বেশ কিছু ডিম। পরে গণনা করে জানা যায়, মোট ১৭টি ডিম রয়েছে সেখানেই।
বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, সাপগুলির আনাগোনা আগে চোখে পড়েনি, এই ঘটনায় তারাও ভীষণ উদ্বিগ্ন। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিদ্যালয়ের ভেতর এবং আশেপাশের পরিবেশ অত্যন্ত অপরিচ্ছন্ন, দীর্ঘদিন ধরে আগাছা পরিষ্কার হয়নি, আবর্জনা জমে আছে — এগুলিই সাপের জন্য নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে। তাদের দাবি, যদি নিয়মিতভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা রাখা হতো, তবে এই ধরনের বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হতো না।
স্থানীয় প্রশাসন এবং বিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি নিয়ে আরও দায়িত্বশীল হওয়ার দাবি তুলেছেন তাঁরা। বিদ্যালয় চত্বরে আরও সাপ লুকিয়ে থাকতে পারে এমন সম্ভাবনায় এখন পুরো এলাকায় একধরনের আতঙ্ক ও সতর্কতা বিরাজ করছে। এখন দেখার বিষয়, প্রশাসন ও বিদ্যালয় কতটা দ্রুত পদক্ষেপ নেয় এই সমস্যার স্থায়ী সমাধানে।