রাজ্যের খবর

জীবনের ঝুঁকি নিয়ে কয়েকশো যাত্রীর প্রাণ বাঁচাল কিশোর, খুশি রেলকর্তৃপক্ষ

Child save the train

The Truth of Bengal: পঞ্চম শ্রেণীর এক ছাত্রের উপস্থিত বুদ্ধিতে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আপ শিয়ালদহ শিলচরগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ঘটনাটি ঘটেছে, শুক্রবার বিকেল তিনটে নাগাদ। মালদা জেলার ভালুকা রোড এলাকায়।

স্থানীয় সূত্রের খবর, দুরন্ত গতিতে আপ কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস ছুটছিল। সেই সময়ই রেললাইনের পাশ ধরে বাড়ি ফিরছিল বছর আটেকের এক কিশোর। সে খেয়াল করে আপ লাইনের রেলের ট্র্যাকের একটি অংশে গর্ত হয়ে রয়েছে।  অর্থাৎ ট্রেনের চাকা ওই লাইনের উপর পড়লে, মাটি ধসে বড় দুর্ঘটনা ঘটতে পারত। তড়ি ঘড়ি নিজের লাল গেঞ্জি খুলে ট্রেনের ট্র্যাকের সামনে ঘোরাতে থাকে। দূর থেকে এই সংকেত দেখেই ট্রেনচালক ব্রেক কষেন। তারপর ছেলেটির কাছে, সহকারি ট্রেনলাচক ও গার্ড আসেন। বুঝতে পারেন,  কিশোরটি কত বড় দুর্ঘটনার হাত থেকে সবাইকে প্রাণে বাঁচিয়েছে।

এর পরেই খবর দেওয়া হয় রেলের উচ্চ পদস্থ কর্তাদের। ইঞ্জিনিয়াররা এসে লাইনের মেরামতি করার পরেই ফের ট্রেন চালু হয়। শুক্রবারই সোস্যাল মিডিয়াতে ভাইরাল হয় এই চিত্র। জানা গিয়েছে, ওই কিশোরের নাম মুরসালিম, সে কড়িয়ালী বারিনওয়ার মিশন বিদ্যালয়ের ছাত্র।