রাজ্যের খবর

চাঁদা দিতে অস্বীকার, মুর্শিদাবাদে বেধরক মারধর ব্যবসায়ীকে

A businessman was brutally beaten in Murshidabad for refusing to pay subscription

Truth Of Bengal: তোলা না দেওয়ায় এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ। ঘটনাটি ঘটেছে,  মুর্শিদাবাদের সালারে। গতকাল রাত্রি দশটা নাগাদ শাহজাহান শেখ নামে এক ব্যবসায়ী দোকান বন্ধ করার সময়, একদল দুষ্কৃতি তার ওপর চড়াও হয়। চাওয়া হয় মোটা অংকের চাঁদা।

জানা যায়, টাকা দিতে অস্বীকার করায় ওই ব্যবসায়ীকে বেধরক মারধর করা হয়। তার পাশাপাশি দুই একজন স্থানীয় দোকানদারদেরও মারধর করা হয়। এছাড়াও ভাঙচুর চালায় দোকানে। তৎক্ষণাৎ স্থানীয়রা তিনজন স্থানীয় বাসিন্দা সহ ওই ব্যবসায়ীকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে পাঠায়। তবে ব্যবসায়ী শাজাহান শেখ এ বিষয়ে কোন লিখিত অভিযোগ দায়ের করেনি।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, তার থেকে ৫০০০ টাকা লুট করে নেওয়া হয় এবং তার পাশাপাশি গাড়িও ভেঙে দেওয়া হয়।

Related Articles