হাতে ত্রিশূল! টানা টানা চোখে দেবী আগমনে ছোট্ট রূপকথার অপরূপ নৃত্য
A beautiful dance of a little fairy tale on the arrival of the goddess

Truth Of Bengal: নদিয়া, মাধব দেবনাথ: নারী রূপেই ফুটে ওঠে দেবী দশভূজার রূপ, এই নারী শক্তির এখনো নেই কোন বিকল্প। মহিষাসুর কে বধ করতে সৃষ্টি হয়েছিল দেবী দুর্গা, আর প্রত্যেকটি নারীর মধ্যেই সেই শক্তি লুকিয়ে রয়েছে এখনো। মহালয়ার দিন নদীয়ার শান্তিপুরের মাত্র ৮ বছর বয়সী রূপকথা সমাদ্দার রীতিমতো প্রশিক্ষণ ছাড়াই ফুটিয়ে তুলল নারী শক্তির ছোট্ট একটি অংশ।
দেবী আগমনে ছোট্ট রূপকথার অপরূপ নৃত্য#truthofbengal pic.twitter.com/4rR7IYkfzq
— TOB DIGITAL (@DigitalTob) October 2, 2024
ক্লাস তৃতীয় শ্রেণীর ছাত্রী রূপকথা, মা প্রিয়া সমাদ্দার, বাবা বরুণ সমাদ্দার। বাবা মায়ের প্রথম থেকে ইচ্ছে মেয়ে নৃত্যে স্বাবলম্বী হবে। কিন্তু জীবনে পেতে হয় অনেক ঘাত প্রতিঘাত, মনোবল হারিয়ে ফেলেন বাবা-মা দুজনেই। কিন্তু ছোট্ট শিশু কন্যার অদম্য ইচ্ছা শক্তি তাদের মনে নতুন করে প্রেরণা যোগায়।
মাঝে মাঝেই একাই বিভিন্ন সংগীতের সাথে নৃত্য করে চেষ্টা করে এগিয়ে চলার, সেই মতো ছোট্ট রূপকথার মাথায় আসে মহালয়ার দিন দেবিরূপে নৃত্য করবে সে। মা প্রিয়া সমাদ্দার মেয়ের ইচ্ছে পূরণে ঝাঁপিয়ে পড়ে, এরপর দেবী রূপে ফুটিয়ে তোলে মেয়েকে। ভগ্নপ্রায় প্রাচীন মন্দিরের খোলামেলা জায়গায় মহালয়ার সংগীত চালিয়ে শুরু করে তার নৃত্যকলা। অপূর্ব সৌন্দর্যময় রূপকথাকে দেখে এগিয়ে আসে আশেপাশের কচিকাঁচারাও, কারণ যেন মনে হয় চোখের সামনেই মহালয়ার চিত্র ফুটে উঠেছে। হাতে ত্রিশূল, ত্রিনয়ন, টানা টানা চোখে যেন বাস্তবময় দেবী দুর্গার রূপ করছে জ্বলজ্বল।