রাজ্যের খবর

মালদা জেলায় শুরু হল নবম নেতাজি সুভাষ স্টেট গেমস ২০২৫

9th Netaji Subhas State Games 2025 begins in Malda district

Truth Of Bengal: মালদা জেলায় শুরু হল নবম নেতাজি সুভাষ স্টেট গেমস ২০২৫। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগ, পশ্চিমবঙ্গ সরকারের যুব ও ক্রীড়া দপ্তরের সহযোগিতায় এবং মালদা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শুরু হয় এটি। ৭ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত মালদা জেলার বিভিন্ন মাঠে খেলা গুলো হবে।

বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগ,পশ্চিমবঙ্গ সরকারের যুব ও ক্রীড়া দপ্তরের সহযোগিতায় এবং মালদা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় মালদা জেলার শুরু হল নবম নেতাজি সুভাষ স্টেট গেমস ২০২৫।  রবিবার সন্ধ্যায় মালদা জেলা ক্রীড়া সংস্থার মাঠে বেলুন উড়িয়ে এই স্টেট গেমসের শুভ উদ্বোধন করা হয়। প্রসঙ্গত গত ২৭ শে মার্চ বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস এবং দমকল মন্ত্রী সুজিত বসুর উপস্থিতিতে এই নবম রাজ্য গেমসের শুভ উদ্বোধন হয়।

এদিন মালদায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজ্য যুব ও ক্রীড়া দপ্তরের সচিব রাজেশ সিনহা, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের মুখ্য উপদেষ্টা অজিত ব্যানার্জি, রাজ্য স্টেট গেমসের চেয়ারম্যান স্বরূপ বিশ্বাস, মালদা জেলাশাসক নিতিন সিংহানিয়া, মালদা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী, সহ অন্যান্য আধিকারিক, জনপ্রতিনিধি, অতিথিবর্গ ও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত খেলোয়াড়েরা ও বিচারকেরা।

৭ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত মালদা জেলার ডিএসএ মাঠ, বৃন্দাবনি মাঠ, বিবেকানন্দ যুব আবাস সংলগ্ন ময়দান, পাবনা পাড়া মাঠ সহ বেশ কিছু সরকারি বেসরকারি স্কুলের মাঠে বিভিন্ন খেলা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে, যোগা, বাস্কেটবল, কাবাডি,ভলিবল, পাওয়ার লিফটিং,সাঁতার, হকি, ফুটবল, টেবিল সহ ২৯ রকমের খেলা অনুষ্ঠিত হবে মালদায় এই রাজ্য প্রতিযোগিতায়। বাকি ৭টি খেলা কলকাতা সহ অন্য জায়গায় অনুষ্ঠিত হবে।

রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রায় সাড়ে পাচ হাজার খেলোয়াড়,কোচ, ও প্রায় হাজার খানেক খেলা পরিচালনার জন্য বিচারক এবং প্রাক্তন ক্রীড়াবিদরা উপস্থিত থাকবেন। মালদা জেলা এই প্রথম সাক্ষী হতে চলেছে এক বৃহৎ রাজ্য গেমসের।

 

 

Related Articles