রাজ্যের খবর

আইসিএসসি-তে ৯৯.৪%, রাজদীপের কৃতিত্বে হুগলির নাম উজ্জ্বল

99.4% in ICSC, Hooghly's name shines on Rajdeep's achievement

Truth Of Bengal: রাকেশ চক্রবর্তী, হুগলি: শিক্ষার ক্ষেত্রে আবারও রাজ্যের মুখ উজ্জ্বল করল হুগলির কোন্নগরের মেধাবী ছাত্র রাজদীপ ব্যানার্জি। আইসিএসসি বোর্ডের দশম শ্রেণির পরীক্ষায় গোটা দেশের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে সে। মোট ৫০০ নম্বরের মধ্যে রাজদীপ পেয়েছে ৪৯৭, অর্থাৎ পার্সেন্টেজে ৯৯.৪ শতাংশ। এই অসাধারণ সাফল্যের জন্য মুখ্যমন্ত্রীর তরফ থেকেও প্রশংসা এবং শুভেচ্ছা বার্তা এসেছে তার নামে।

লিলুয়া এম.সি. কেবি স্কুলের ছাত্র রাজদীপের এই কৃতিত্বের পেছনে রয়েছে তার বাবা-মায়ের নিরলস পরিশ্রম। বাবা জয়দীপ ব্যানার্জি রেলের লোকো পাইলট হলেও, তিনি নিজেই ছেলেকে পড়িয়েছেন বিজ্ঞান বিভাগে। মা সৌমি ব্যানার্জি পড়াতেন কলা বিভাগ। বাইরের কোনও টিউশন ছাড়াই, সম্পূর্ণভাবে মা-বাবার তত্ত্বাবধানে বাড়িতে থেকেই পড়াশোনা চালিয়ে গিয়েছে রাজদীপ। তাদের যুগল চেষ্টায় গড়ে উঠেছে এই সাফল্যের গল্প।

রাজদীপ জানিয়েছে, পড়াশোনার বাইরেও তার অন্যতম পছন্দের বিষয় বই পড়া। বিশেষ করে সাহিত্যের প্রতি তার গভীর অনুরাগ রয়েছে। শেক্সপিয়ার তার প্রিয় লেখকদের একজন। তার মতে, বইয়ের জগতে ডুবে যাওয়ার মধ্যেই রয়েছে এক বিশেষ আনন্দ। বিজ্ঞান নিয়ে পড়াশোনার পাশাপাশি সে বিজ্ঞান বিষয়ক বিভিন্ন জার্নালও পড়ে আগ্রহ নিয়ে। তবে খেলার মাঠ, গান-বাজনা বা অন্য বিনোদনের জগৎ তার কাছে ততটা আকর্ষণীয় নয়, যতটা গল্পের বই।

রাজদীপ জানিয়েছে, ভবিষ্যতে সে বায়োলজি ও মেডিকেল সায়েন্স নিয়ে পড়তে চায়। একজন মানবিক ডাক্তার হয়ে মানুষের সেবা করার স্বপ্ন সে বয়ে চলেছে ছোটবেলা থেকেই। পরীক্ষার পরে সে ভেবেছিল ভালো রেজাল্ট হবে, তবে ৯৯.৪ শতাংশ নম্বর পেয়ে দেশজুড়ে তৃতীয় হবে, এমন আশা করে ওঠেনি। তাই এই সাফল্য তার কাছে যেমন আনন্দের, তেমনি চমকেরও।

এই সাফল্যে গোটা পরিবার যেমন খুশি, তেমনি গর্বিত কোন্নগরের মানুষও। এলাকার বিভিন্ন সংগঠন এবং স্কুলের তরফ থেকেও রাজদীপকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রাজদীপের বাবা-মা বলছেন, তাদের ছেলের এই সাফল্য আসলে পরিশ্রম, নিয়মিত অভ্যাস এবং আত্মনিয়ন্ত্রণের ফল। আজ রাজদীপ শুধুমাত্র তাদের নয়, গোটা রাজ্যের গর্ব।

Related Articles