রাজ্যের খবর

তিন চাকা মোটর ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ৬২ বছরের বৃদ্ধের

62-year-old man dies after being hit by three-wheeler van

Truth of Bengal: রবিবার সকাল ১১টা নাগাদ পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার অন্তর্গত আমিলা বাজার এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৬২ বছরের হরি সাধন ঘোষ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরি সাধন ঘোষ এদিন সকালে নিজের সাইকেলে চড়ে বাজারে যাচ্ছিলেন। ঠিক সেই সময় হঠাৎই একটি তিন চাকা মালবাহী মোটর ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে তাকে। ধাক্কার তীব্রতায় তিনি রাস্তার উপর ছিটকে পড়ে যান এবং গুরুতর আহত হন।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় মানুষজন। তারা তৎক্ষণাৎ হরি সাধন ঘোষকে উদ্ধার করে তাঁর পরিবারের সহযোগিতায় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আমিলা বাজার এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ঘটনার পর দুপুরে বর্ধমান থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত হওয়ার পর মৃতদেহটি তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

এই দুর্ঘটনা ঘিরে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। অনেকেই অভিযোগ করছেন, স্থানীয় রাস্তায় নিয়ম না মেনে চলা তিন চাকার গাড়িগুলোর দাপট দিনের পর দিন বেড়েই চলেছে। পুলিশের নজরদারি না থাকায় এমন দুর্ঘটনা প্রায়শই ঘটছে বলে দাবি স্থানীয়দের। এই ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন হরি সাধন ঘোষের পরিবার এবং এলাকার বাসিন্দারা।

Related Articles