আলিপুরদুয়ারের মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে পথদুর্ঘটনায় আহত ৬ পূর্নার্থি
6 pilgrims were injured in a road accident on their way back from the temple of Alipurduar

The Truth Of Bengal, প্রকাশ মন্ডল, আলিপুরদুয়ার:- জয়ন্তী মহাকালে পুজো দিয়ে ফেরার পথে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলের দমনপুর এলাকায় পথদুর্ঘটনায় আহত ৬ পূর্নার্থি। ঘটনায় আহতদের জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। শনিবার সকাল নাগাদ দুর্ঘটনাটি ঘটে আলিপুরদুয়ার জংশন দমনপুর সংলগ্ন বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে।
জানা যায়, ফালাকাটার ছয় যুবক শিব চতুর্দশী উপলক্ষে জয়ন্তী মহাকাল মন্দিরে পূজা রচনা করতে যায়। এদিন ভোর নাগাদ বাড়ি ফেরার পথে বক্সার ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে গাছে গিয়ে সজোরে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর আহত হয় পিকআপ ভ্যানে থাকা ৬ যুবক। পথ চলতি অন্যান্য নাগরিকরা এবং বনকর্মীরা আহতদের উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। বর্তমানে ওই ছয় যুবক আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসাধীন।