ভরতপুরে স্করপিও ও ৪০৭-এর মুখোমুখি সংঘর্ষে আহত ৫, চাঞ্চল্য এলাকায়
5 injured in head-on collision between Scorpio and 407 in Bharatpur, tense area

Truth of Bengal: রবিবার সকালে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের ভরতপুর থানার অন্তর্গত ডাঙ্গাপাড়া এলাকায়। স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, কান্দি সালার রাজ্য সড়কে একটি স্করপিও গাড়ি ও একটি ৪০৭ পণ্যবাহী গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় এক শিশু সহ মোট পাঁচজন গুরুতরভাবে আহত হয়েছেন, যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শনিবার রাতে সৌদি আরব থেকে ফিরেছিলেন কলকাতা নিবাসী এক ব্যক্তি। তাঁকে বিমানবন্দর থেকে বাড়িতে নিয়ে আসার জন্য তার স্ত্রী, সন্তান এবং পরিবারের আরও কয়েকজন সদস্য স্করপিও গাড়ি নিয়ে কলকাতা গিয়েছিলেন। ফেরার পথে ভোরবেলায় ডাঙ্গাপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ৪০৭ গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় স্করপিও গাড়িটির। সংঘর্ষ এতটাই ভয়ঙ্কর ছিল যে স্করপিও গাড়িটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায় এবং গাড়িতে থাকা যাত্রীরা গুরুতরভাবে আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন গাড়িচালক হোসেন শেখ, এক মহিলা মঞ্জু বাগদী, শিশু অভিরতন বাগদী এবং আরও দুই ব্যক্তি। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে ভরতপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকের পরামর্শে কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
দুর্ঘটনার কারণে কান্দি সালার রাজ্য সড়কের ওই অংশ কিছু সময়ের জন্য সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও যান চলাচল স্বাভাবিক করে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে নেমেছে।
এই ঘটনা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় মানুষজনের বক্তব্য, এই সড়কে দ্রুতগামী গাড়ি চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তাঁদের দাবি, প্রশাসনের উচিত এখানে অতিরিক্ত ট্র্যাফিক নজরদারি এবং গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করা।