রাজ্যের খবর

২৩ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ সন্দীপ ঘোষ সহ ৪ জনের

4 persons including Sandeep Ghosh ordered to jail till September 23

Truth Of Bengal: Saif Khan: আরজি কর দুর্নীতি মামলায় ধৃত সন্দীপ ঘোষ সহ ৪ অভিযুক্তের ২৩ তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত। ২৩ তারিখ পর্যন্ত জেল হেফাজতে সন্দীপ ঘোষ। জেরায় বেশ কিছু টেন্ডার প্রক্রিয়ার সদুত্তর দিতে পারেনি সন্দীপ ঘোষ। তার নামে বেশ কিছু সম্পত্তির খোঁজ পাওয়া গেছে বলে জানায় সিবিআই।

এদিকে সন্দীপ ঘোষ সহ অভিযুক্ত চারজনের নিজেদের হেফাজতে চাইলো না সিবিআই। আদালতের তীব্র ভর্ৎসনার মুখেও পড়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আরজি কর মেডিকেল কলেজের আর্থিক অনিয়মের মামলায় গ্রেফতার হওয়া সন্দীপ ঘোষকে আজ আলিপুর আদালতে হাজির করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সেই মামলার শুনানিতে এই নির্দেশ বহাল করে আলিপুর আদালত।

গত ১৬ ই আগস্ট থেকে আরজি করে মহিলা চিকিৎসক ছাত্রীর ধর্ষণ এবং খুনের ঘটনায় টানা জেরার মুখে পড়েছিল সন্দীপ। তার মধ্যেই প্রকাশ্যে আসে আর্থিক অনিয়মের অভিযোগ। আর এই অভিযোগে ২ সেপ্টেম্বর সিবিআই এর হাতে গ্রেফতার হয় আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।

কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজি কর হাসপাতালের আর্থিক অনিয়মের অভিযোগের তদন্ত শুরু করে সিবিআই। অভিযোগ, তিন বছরেরও বেশি সময় ধরে নাকি আরজি কর মেডিকেল কলেজে আর্থিক অনিয়ম চলছে। তার মধ্যে রয়েছে মর্গ থেকে দেহ উধাও হয়ে যাওয়া এবং হাসপাতালের জৈব বর্জ্য নিয়ে নানান দুর্নীতি। এছাড়াও আরো একাধিক অভিযোগ প্রকাশ্যে এসেছে।

আরজি করে প্রাক্তন অতিরিক্ত সুপার আখতার আলীর করা মামলাতেই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতারের পর তাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিজেদের হেফাজতে রেখে টানা জিজ্ঞাসাবাদ করেছেন। এই মামলায় নতুন কোন সূত্র পাওয়া যায় কিনা সেটাই এখন দেখার।

Related Articles