রাজ্যের খবর

স্কুটি চুরির অভিযোগে গ্রেফতা ৩, উদ্ধার চারটি স্কুটি

3 arrested for stealing scooters, four scooters recovered

The Truth Of Bengal : ফের একবার সাফল্য পেল পুলিশ। স্কুটি চুরির অভিযোগে তিন জনকে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ। এই ঘটনায় উদ্ধার চুরি যাওয়া চারটি স্কুটি। ধৃতদের নাম প্রীতম মন্ডল, বিজয় রায় এবং রাজেন রায়।প্রীতম এনজেপি’র গেটবাজার এবং বাকি দুজন শিলিগুড়ির শীতলা পাড়ার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে যে কিছুদিন আগে শহর শিলিগুড়ির সেবক রোড থেকে তিনটি স্কুটি চুরি যায়। এবং লিখিত অভিযোগ দায়ের করা হয় থানায়। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বিভিন্ন জায়গার সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেন। এবং একজনকে প্রথমে চিহ্নিত করা হয়। এরপর গ্রেফতার করা হয় প্রীতম মন্ডলকে।

প্রীতমকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে স্কুটি চুরি চক্রে জড়িত রয়েছে বিজয় রায় এবং রাজেন রায়। এর পরেই বিজয় ও রাজনকে গ্রেফতার করা হয়। তিনজনকে জিজ্ঞেসা বাদ করে উদ্ধার হয় চুরির চারটি স্কুটি। রবিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়।

 

FREE ACCESS

Related Articles