রাজ্যের খবর

শিলিগুড়ি মহাকুমার টোলগেট থেকে উদ্ধার ২৬ টি মহিষ, গ্রেফতার ১

26 buffaloes rescued from Siliguri Mahakumar Tollgate, 1 arrested

Truth of Bengal: শিলিগুড়ি মহাকুমার পশ্চিম মাদাতি টোলগেট এলাকা থেকে ২৬ টি মহিষ সহ একজনকে গ্রেফতার করল বিধান নগর থানার পুলিশ। ফের একবার সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের পশ্চিম মাদাতি টোলগেট এলাকায় অভিযান চালায় বিধান নগর থানার পুলিশ।

এরপর সেখানে একটি কন্টেনার আটক করা হয়। তল্লাশি চালাতেই উদ্ধার হয় মহিষ। চালকের কাছে বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হয়। তবে চালক বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ।

ধৃতের নাম সানিব রাজা(২২), উত্তর প্রদেশের মুরাদাবাদ এলাকার বাসিন্দা। বিধান নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে মহিষ বোঝাই একটি গাড়ি আসছে। এরপর মুরালিগঞ্জ চেকপোষ্টে কন্টেইনারটিকে দাঁড়াতে বলা হয়। তবে চালক না দাঁড় করিয়ে দ্রুত গতিতে চালাতে থাকে কন্টেনারটিকে। ধাওয়া করে পশ্চিম মাদাতি টোল গেটে আটক করা হয় কন্টেনারটিকে।

ওই গাড়ি থেকে মোট ২৬ টি মহিষ উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া মহিষ বিহার থেকে আসামে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল‌। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে শিলিগুড়ি মহাকুমা আদালতে তোলা হয়।

Related Articles