বিক্ষিপ্ত দুই জায়গা থেকে উদ্ধার প্রায় ১৬ লক্ষ টাকার ২০ কেজি রুপার গহনা
20 kg of silver jewelry worth around Tk 16 lakh recovered from two scattered locations

Truth of Bengal: মন্টু সাহাজী, বসিরহাট: সীমান্তে বাইকের তেলের ট্যাংকির ভেতর ও সোনাই নদীর সন্দেহভাজন ব্যাগ থেকে বিপুল পরিমাণে রূপোর বল গহনা উদ্ধার। গ্রেফতার এক পাচারকারী। ধৃতকে সোমবার বসিরহাট মহাকুম আদালতে তোলা হবে।
উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার স্বরূপনগর সীমান্তের ঘটনা। বালতি নিত্যানন্দকাটি গ্রাম পঞ্চায়েতের নিত্যানন্দ কাটি সীমান্ত দিয়ে অসিত মন্ডল নামে এক পাচারকারী মোটরবাইকের তেলের ট্যাংকির নিছে লুকিয়ে রেখেছিল ১০ কেজি ৮৩০ গ্রাম রুপোর গহনা বাংলাদেশের পাচার করার চেষ্টা করছিল। সেই সময় বিএসএফের ১৪৩ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্ত রক্ষী বাহিনী তারালি সীমান্তের জোয়ানরা সন্দেহ হয় তখন বাইকের তল্লাশি করতেই মোটরবাইকের তেলের ট্যাংকির নিচ থেকে বেরিয়ে আসে ১০ কেজি ৮৩০ গ্রাম রুপোর গহনা। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮ লক্ষ্য ৩৬ হাজার ৭৬ টাকা।
অন্যদিকে বিথারী হাকিমপুর সীমান্ত বিএসএফের ১৪৩ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনী হাকিমপুর সীমান্তের জোয়ানরা সীমান্ত সোনাই নদীতে টহল দেওয়ার সময় একটি সন্দেহজনক প্লাস্টিকের ব্যাগ দেখতে পায়। সেই সময় ওই প্লাস্টিকের ব্যাগটি উদ্ধার করে তল্লাশি করতেই প্লাস্টিকের ব্যাগের ভিতর থেকে বেরিয়ে আসে ৯ কেজি ৬৫৩ গ্রাম রুপোর গহনা পায় তারা। যার আনুমানিক বাজার মূল্য ৭ লক্ষ ৩৩ হাজার ৭৬ টাকা। ইতিমধ্যেই রুপোর গহনা ও পাচারকারীকে তেতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দিয়েছে বিএসএফ। ধৃতকে সোমবার বসিরহাট মহাকুম আদালতে তোলা হবে।