অশোকনগর থানা এলাকায় মোবাইল ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২ যুবক
2 youth arrested in case of mobile robbery

The Truth of Bengal: উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর থানা এলাকায় প্রায়শই ঘটছিল মোবাইল ছিনতাইয়ের ঘটনা। গত ১৮ ডিসেম্বর অভিযোগ দেওয়া হয় অশোকনগর থানায়। পুলিশ তদন্ত নেমে অশোকনগর থানা এলাকা থেকেই দুই যুবককে গ্রেপ্তার করে।
অশোকনগর থানা এলাকা পুলিশ জানিয়েছে ধৃত ২ যুবকের নাম আমির আলী বিশ্বাস ওরফে আমিরুল বয়স কুড়ি এবং রবিন বাস্কা ওরফে রাজা বয়স্ ২০। পুলিশ দুই যুবককে জেরা করে দুটি মোবাইল ফোন উদ্ধার করেছে। তাদের কাছে থাকা একটি মোটরসাইকেল আটক করেছে পুলিশ।
পুলিশের ধারণা, এই দুই যুবকই অশোকনগর থানা এলাকায় মোবাইল ছিনতাইয়ের ঘটনায় জড়িত। তাদের বিরুদ্ধে মোবাইল ছিনতাইয়ের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তাদেরকে আজ বারাসাত আদালতে পেশ করে। পুলিশের এই অভিযানে অশোকনগর থানা এলাকায় মোবাইল ছিনতাইয়ের ঘটনায় কিছুটা হলেও লাগাম টানা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।