রাজ্যের খবর

বিদেশে পাচারের আগে ২টি তক্ষক উদ্ধার, গ্রেফতার ৩

2 taxis recovered before being smuggled abroad, 3 arrested

The Truth Of Bengal : জলপাইগুড়ি -কল্যান চন্দ- দুটি তক্ষক সহ তিনজনকে গ্রেফতার করল জলপাইগুড়ি জেলার আমবাড়ি রেঞ্জের বনকর্মীরা। গোপন সূত্রের খবর ভিত্তিতে জলপাইগুড়ি জেলার আমবাড়ি রেঞ্জের রেঞ্জার আলমগীর হকের নেতৃত্বে বুধবার সন্ধ্যায় জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ফাটাপুকুর মোড়ে অভিযান চালিয়ে বিদেশে পাচারের আগে দুটি তক্ষক সহ তিনজন পাচারকারীকে গ্রেফতার করে বনকর্মীরা। ধৃত তিনজনই আলিপুরদুয়ারের বাসিন্দা।যদিও তদন্তের সার্থে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। এছাড়াও পাচারে ব্যবহৃত একটি চারচাকা গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে।

আমবাড়ি রেঞ্জের রেঞ্জার আলমগীর হক বলেন, গোপন সূত্রের খবরের ভিত্তিতে ফাটাপুকুরে মোড়ে অভিযান চালিয়ে দুটি তক্ষক সহ তিনজনকে গ্রেফতার করা হয়। আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ি হয়ে নেপাল হয়ে বিদেশে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল এই তক্ষক। ধৃতদের আজ জলপাইগুড়ি আদালত তোলা হবে। এদের সাথে আরো কারা যুক্ত রয়েছে তাদের খোঁজ করা হচ্ছে। এর আগেও এই পাচারকারীরা পাচারের সাথে যুক্ত ছিল। একাধিক মামলা রয়েছে এদের নামে। এই ২ টি তক্ষক হাত বদল হবার কথা ছিল শিলিগুড়িতে। কাদের হাতে হাত বদল হত তা তদন্ত শুরু করা হচ্ছে।

Related Articles