ডুয়ার্সে ১৬ ফুট কিং কোবরা উদ্ধার, চাঞ্চল্য এলাকায়
16-foot king cobra rescued in Dooars, sensational in the area

Truth of Bengal: জলপাইগুড়ি জেলার ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের নিউ খুনিয়া বস্তিতে বুধবার দুপুরে দেখা গেল এক বিরল ও বিশালাকার কিং কোবরা সাপ। এলাকার একটি বাড়ির গোয়ালঘরে আচমকাই সাপটিকে দেখতে পান পরিবারের সদস্যরা। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশে। দ্রুত খবর দেওয়া হয় বনদফতর ও খুনিয়া স্কোয়াডকে।
বনকর্মীরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান এবং চালসার সর্পপ্রেমী দিবস রাইয়ের সহযোগিতায় অত্যন্ত সতর্কভাবে প্রায় ১৬ ফিট লম্বা কিং কোবরা সাপটিকে উদ্ধার করে খাঁচাবন্দি করেন। জলপাইগুড়ি জেলার ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের নিউ খুনিয়া বস্তিতে বুধবার দুপুরে দেখা গেল এক বিরল ও বিশালাকার কিং কোবরা সাপ। বনদফতর সূত্রে জানা গেছে, সাপটি সুস্থ ছিল, তাই উদ্ধার হওয়ার কিছু সময় পরেই সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বহু মানুষ ভিড় জমান কিং কোবরাটি দেখার জন্য। বনদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, এর আগেও ওই অঞ্চল থেকে কিং কোবরা উদ্ধার করা হয়েছে, তাই স্থানীয়দের সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়েছে।