সুখবর! পুজোর আগেই উচ্চ প্রাথমিকে ১৪,০৫২ পদে নিয়োগের সম্ভাবনা
14,052 posts likely to be recruited in higher primary before Puja

Truth Of Bengal : অবশেষে কাটল জট। উচ্চ প্রাথমিকে নিয়োগে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। মোট ১৪০৫২টি শূন্যপদে নিয়োগের জন্য মামলা চলছিল, সেই মামলাতেই এবার জটিলতা কাটল।
মঙ্গলবার দেশের প্রধান বিচারপতির বেঞ্চে আইজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “যেখানে দেখা গিয়েছে অধিকাংশ নিয়োগ প্রক্রিয়াই বন্ধ থেকেছে হাই কোর্টের নির্দেশে। সেখানে প্রায় এক যুগ পর কলকাতা হাই কোর্ট নিয়োগ প্রক্রিয়ায় নিয়োগ করতে নির্দেশ দিয়েছে”।
বেশ কয়েকজন চাকরিপ্রার্থী দাবি করেছিলেন, তাঁদের মার্কস থাকা সত্বেও তাদের নাকি ইন্টারভিউতেই ডাকা হয়নি। এদিন তাঁদের আবেদনই খারিজ করল সুপ্রিম কোর্ট। অর্থাৎ এবার থেকে আর উচ্চ প্রাথমিকে নিয়োগে আর তেমন কোন বাধা থাকল না। এবার ফের ১৪০৫২টি শূন্যপদে চাকরির সম্ভাবনা রয়েছে।
এর আগে হাই কোর্ট উচ্চ প্রাথমিকে নিয়োগের নির্দেশ দিলেও সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল। এবার সেই মামলায় কোন হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। অর্থাৎ এবার থেকে আর নতুন মেধাতালিকা প্রকাশে কোনরকম বাধা রইল না এসএসসি’র। আগামী বুধবার এসএসসি উচ্চ প্রাথমিকে মেধাতালিকা প্রকাশ করবে।