রাজ্যের খবর

কোন্নগরে শুরু মা শকুন্তলার ১৩৬তম মহাপুজা

136th Mahapuja of Goddess Shakuntala begins in Konnagar

Truth Of Bengal: তরুণ মুখোপাধ্যায়, হুগলি : কোন্নগরের জাগ্রত মা শকুন্তলা রক্ষাকালীর ১৩৬তম বাৎসরিক মহাপূজা শুরু হয়েছে শনিবার ভোররাতে, হুগলি জেলার কোন্নগরে এখন পূজো উপলক্ষে বিরাট উৎসবমুখর পরিবেশ। ১৯২০ সালে শুরু হওয়া এই পূজা আজও একই ভক্তি, শ্রদ্ধা ও ধারাবাহিকতায় অনুষ্ঠিত হয়ে আসছে। পশ্চিমবঙ্গের নানা প্রান্ত থেকে লক্ষ লক্ষ ভক্ত ভিড় জমিয়েছেন এই পবিত্র তিথিতে মায়ের দর্শন পেতে।

ভোরবেলা গঙ্গায় স্নান সেরে ভক্তরা মায়ের মন্দিরে জল ঢালেন মঙ্গল কামনায়। সূর্যাস্তের পর মায়ের মূর্তি নিয়ে আসা হয় স্থানীয় কুমোর পালবাড়ি থেকে। সারা রাত ধরে চলে পুজোর নানা আচার অনুষ্ঠান। পরদিন ভোরের আগে অনুষ্ঠিত হয় দেবীর বিসর্জন, যা এই পূজার অন্যতম বৈশিষ্ট্য।

মন্দির প্রাঙ্গণে লক্ষাধিক ভক্তের সমাগম ঘটে, ফলে ভিড় নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ও স্বেচ্ছাসেবকদের ব্যাপক প্রস্তুতি নিতে হয়েছে। কোন্নগর পৌরসভা আগত ভক্তদের জন্য পানীয় জল, রাস্তা সংস্কার, ড্রেন পরিষ্কারসহ নানা ব্যবস্থা গ্রহণ করেছে। জিটি রোড থেকে মন্দির পর্যন্ত রাস্তার মেরামতও আগেই সম্পন্ন হয়েছে।

মহাপূজার অন্যতম আকর্ষণ বিশাল মেলা, যেখানে নানা দোকান পসরা সাজিয়ে বসেছে। ভক্তরা মাকে সন্দেশ, চিনি, ডাব ও পুষ্পার্ঘ্য অর্পণ করে পূজা দিচ্ছেন। সন্ধ্যায় প্রচলিত ছাগ বলি অনুষ্ঠানে অংশ নিচ্ছেন অনেকে — যদিও আগের তুলনায় বলির সংখ্যা অনেকটাই কমেছে।

পুরপ্রধান স্বপন কুমার দাস জানান, “মা শকুন্তলার পুজো কোন্নগরের ঐতিহ্য, এখানে যেন কোনো ত্রুটি না থাকে তার জন্য আমরা সদা সতর্ক।”

সব মিলিয়ে কোন্নগর এখন ভক্তি, উৎসব এবং ঐতিহ্যের এক অপরূপ মেলবন্ধনে প্রাণবন্ত।

Related Articles