এবার পুলিশের জালে গ্রেফতার এক মহিলা বাংলাদেশী অনুপ্রবেশকারী
This time, a female Bangladeshi infiltrator has been arrested by the police.

Truth of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: অবৈধভাবে ভারতে প্রবেশ করা এক মহিলা বাংলাদেশী অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল নদিয়ার ধানতলা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ওই বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতের ভূখন্ডে প্রবেশ করেছিল গত কয়েক মাস আগে, এরপর মুম্বাই গিয়েছিল কর্মসূত্রে। ভারতীয় দালালের সহযোগিতায় তৈরি করেছিল নথিপত্র, আর এভাবেই অতি সহজেই ভারতের ভিন রাজ্যে চলে যায় কর্মসূত্রে।
পুলিশের তরফে জানানো হয়েছে, গতকাল রাতে অবৈধভাবে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য ধানতলা থানা এলাকায় এসে পৌঁছায় ওই বাংলাদেশি। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ওই মহিলা বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য, সে ভারতে কিভাবে প্রবেশ করেছিল কার মদেতে প্রবেশ করেছিল সবটাই জানাই পুলিশকে। শুক্রবার ধৃত বাংলাদেশীর বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রুজি করে পাঠানো হয় নদিয়ার রানাঘাট বিচার বিভাগীয় আদালতে।
জানা গিয়েছে জিজ্ঞাসাবাদ এর জন্য নেওয়া হবে পুলিশ হেফাজতে। অন্যদিকে ভারতীয় দালালের খোঁজে তল্লাশি করছে ধানতলা থানার পুলিশ। উল্লেখ্য গত কয়েক মাসে একটানা অভিযান চালিয়ে প্রায় ৪০০ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার করে পুলিশ, যত দিন যাচ্ছে ততই বাড়ছে অনুপ্রবেশের সংখ্যা। পুলিশের তরফ থেকেও চলছে একের পর এক অভিযান। তবে আগামী দিনে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে জেলা পুলিশের তরফ থেকে নেওয়া হবে আরও বড় পদক্ষেপ এমনটাই জানানো হয় জেলা পুলিশের তরফে।