বাড়ি থেকে খেলতে যাওয়ার নাম করে নিখোঁজ ১১ বছরের কিশোর
11-year-old boy goes missing after leaving home to play

Truth Of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: মামার বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ এক নাবালক। পরিবারের দাবি তাকে অসৎ উদ্দেশ্যে ষড়যন্ত্র করে নিয়ে চলে গেছে। ছেলেকে ফিরে পাওয়ার দাবি নিয়ে থানার দ্বারস্থ না বালকের মা। ঘটনাটি নদিয়ার শান্তিপুরের বাগাচরা মাঝের পাড়া বাগদেবীতলা এলাকার। জানা যায়, ওই নাবালকের নাম প্রভাস বাগ, বয়স ১১ বছর। বর্তমানে সে শান্তিপুর বাগআঁচড়া হাইস্কুলে ষষ্ঠ শ্রেণীতে পড়ে।
পরিবার সূত্রে জানা যায়, গতকাল সকাল নটা নাগাদ খেলতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয় সে। কিন্তু বেলা গড়িয়ে গেলেও সে আর বাড়িতে ফেরেনি। পরিবার এবং প্রতিবেশীদের তরফে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করা হয়। এমনকি আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান পাওয়া যায়নি। অবশেষে তার মা নিজের ছেলেকে ফিরে পাওয়ার দাবি নিয়ে থানার দারস্থ হয়। ওই নাবালকের মা রমা বাগ চোখে জল নিয়ে বলেন, পুলিশের কাছে আবেদন অবিলম্বে যেভাবেই হোক আমার ছেলেকে যেন ফিরিয়ে দেয়। তবে তার ছেলেকে কারা ষড়যন্ত্র করে নিয়ে গেছে তা কিছু বুঝে উঠতে পারছেন না তিনি। তিনি আশঙ্কা করছেন কেউ অসৎ উদ্দেশ্যে চক্রান্ত করে কোন অজ্ঞাত স্থানে তার ছেলেকে নিয়ে গেছে।
তবে পরিবার সূত্রে খবর, ওই নাবালকের মা স্বামীর সঙ্গে দীর্ঘদিন সংসার করেন না। সেই কারণেই প্রায় এক বছরের বেশি বাবার বাড়িতে এসেই থাকেন। এখন ষড়যন্ত্র করে তার ছেলেকে নিয়ে গেছে কিনা তাও বুঝে উঠতে পারছেন না তিনি। ঘটনার অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।