রাজ্যের খবর

হুগলির চুঁচুড়ায় পথ দুর্ঘটনায় আহত ১

1 injured in road accident in Chunchura, Hooghly

The Truth Of Bengal: হুগলি ,রাকেশ চক্রবর্তীঃ গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়ল চালক, ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ পথ দুর্ঘটনার সৃষ্টি হয়। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে দুর্ঘটনাস্থলে। প্রাণে বাঁচলেন আবগাড়ি আধিকারিক সহ তিনজন।

সূত্রের খবর, হুগলী জেলার অন্তর্গত চুঁচুড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্ত এবং তাঁর ভাইপো রোশন বাবা গৌতম দত্তকে কলকাতার হাসপাতাল থেকে দেখে বাড়ি ফিরছিলেন। পিপুলপাতির দিক থেকে কারবালার দিকে যাচ্ছিল সেই গাড়িটি। অপরদিকে অন্য আরেকটি গাড়ি হুগলির মোড় থেকে চুঁচুড়ার দিকে যাচ্ছিল। ওই গাড়িটিতে ছিলেন আবগারি দপ্তরের চন্দননগরের সুপারেনটেনডেন্ট কৈশিক মিত্র। হঠাৎ এইচআইটি কলেজের সামনে দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।

[ আরও পড়ুন ঃ

জলপাইগুড়িতে মনোনয়ন পত্র জমার পর মহা মিছিল বিজেপির প্রার্থীর

Lok Sabha Election 2024: জলপাইগুড়িতে মনোনয়ন পত্র জমার পর মহা মিছিল বিজেপির প্রার্থীর

]

ঘটনায় আবগাড়ির চালক রাজু তালুকদার গুরুতর আহত হন। ইতিমধ্যেই তাকে ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর আবগারি সুপারিনটেনডেন্ট জানান,  তাঁর গাড়ীর চালক দোলের ছুটি কাটিয়ে বুধবার সকালে দীঘা থেকে ফিরেছে। ফিরেই সে ডিউটি জয়েন করে। গাড়ি চালানোর সময় তার চোখ লেগে যাচ্ছিল। তাই সে রাস্তায় দাঁড়িয়ে সে চোখে জল দেয়। এরপর আবার গাড়ি চালাতে শুরু করে। এইচআইটি কলেজের সামনে তার চোখ বন্ধ হয়ে যেতেই লেন পাল্টে বিপরীত দিক থেকে আসা গাড়িটিকে সজোরে ধাক্কা মারে তাদের গাড়িটি। দুর্ঘটনার অভিঘাতে এয়ার ব্যাগ খুলে যাওয়ায় প্রাণে বাঁচেন রোশন দত্ত। তবে আবগারী আধিকারিকের পায়ে চোট লাগে। এরপর চুঁচুড়া থানার পুলিশ এবং চন্দননগর ট্রাফিক পুলিশ গিয়ে আহতকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। পরবর্তীকালে গাড়ি দুটিকে রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

 

Related Articles