ময়নাগুড়িতে কয়েক সেকেন্ডের ঝড়ে ব্যাপক ক্ষতিতে আহত ১, ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন
1 injured in massive storm in Maynaguri, administration stands by victims

Truth of Bengal: শনিবার সকল থেকে রৌদ্রের দাপট ও ভ্যাপসা গরমের পর আনুমানিক বিকাল চারটা নাগাদ আচমকা ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হল ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের নাকটানির বাড়ি এলাকায়। ঝড়ে আহত হয়েছেন এক ব্যাক্তি। আহত ব্যাক্তির নাম রামচরণ মন্ডল। এদিন কয়েক সেকেন্ডের ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫০ টিরও বেশি বাড়ি। বেশ কিছু ঘরের ওপর গাছ পড়ে ঘরের ব্যাপক ক্ষতি হয়েছে।
গতকাল সকাল থেকে রৌদ্রের দাপট ছিল তবে দুপুরের পর রৌদ্রের দাপট কমলেও ভ্যাপসা গরম শুরু হয়। এরপর বিকেল নাগাদ মেঘে ঢেকে যায় আকাশ। সেসময় জমি থেকে গরু বাড়ি নিয়ে আসছিলেন রামচরণ বাবু। কিন্তু আচমকা ঝড় শুরু হয় এবং একটি গাছের ডাল গায়ে পড়লে আহত হন তিনি। অন্যদিকে ঝড়ে বেশ কিছু বাড়ির উপর গাছ উপড়ে পড়ে।ঝড় থামতেই খবর পেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় ছুটে যান ময়নাগুড়ি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসেনজিৎ কুন্ডু, ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ, গ্রাম পঞ্চায়েতের প্রধান দিলীপ রায় সহ অন্যান্যরা।
ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে এবং ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন তারা। পাশাপাশি সিভিল ডিফেন্সের কর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে ঘর এবং রাস্তার উপর পড়ে থাকা গাছ কেটে পরিস্থিতি স্বাভাবিক করার কাজ শুরু করেন। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রায় ৫০ থেকে ৬০ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসনের তরফে খুব দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে ত্রাণ তুলে দেওয়া হবে।