রাজ্যের খবর

মগরাহাটে অটো উল্টে জখম ১, সাময়িক স্তব্ধ যান চলাচল

1 injured in auto overturn in Magrahat, temporary traffic stoppage

The Truth Of Bengal : মগরাহাট : জাহেদ মিস্ত্রী : দক্ষিণ ২৪ পরগনা জেলার মগরাহাট ২ নম্বর ব্লকের আতা সুরা এলাকায় একটি অটো উল্টে গুরুতর আহত এক ব্যক্তি ও এক মহিলা। চারটে কুড়ি নাগাদ অটোটি বারাসাতের দিক থেকে আসছিল মগরাহাটের দিকে আতা সুর এলাকায় ঘটনাটি ঘটে।

এলাকার বাসিন্দাররা উদ্ধার করে মগরাহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। গুরুতর আহত হয় জালাল মোল্লা বাড়ী, হোকল ডাঙ্গা (মথুরা পুর)। হাটে হাটে মুরগির কারবার করতো এমনটাই জানান তার স্ত্রী। অবস্থার অবনতি হওয়ায় ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে পাঠানো হয়। এলাকায় চাঞ্চল্য ছড়ায় গাড়ি চালোক মিঠুন পুরকাইত জানান বৃষ্টির সময় লরি সাইট দেবার কারণে রোডের পাশে বালি রাখায় গাড়ি পাল্টি হয়ে যায় কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় যান চলাচল ঘটনাস্থলে মগরাহাট থানার পুলিশ আসে গাড়িটিকে আটক করে নিয়ে যাওয়া হয় মগরাহাট থানার পুলিশ কিভাবে অ্যাক্সিডেন্ট হলো এই বিষয়ে তদন্ত শুরু করেছে।

Related Articles