মাদক আসক্ত যুবকের হাতে শাবলের আঘাতে মৃত ১, আহত বহু
1 dead, many injured after being hit by a knife by a drug-addicted youth

The Truth Of Bengal : উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ঝিকরা এলাকায়র মাদকাসক্ত যুবক উত্তম ঢালী শাবল নিয়ে এলাকার বেশ কয়েকজনের উপর আক্রমণ করে। চাষের জমি থেকে ফেরার সময় ওই যুবকের আক্রমণের মুখে পড়ে এলাকার চাষী ভরত চন্দ্র সরকার। অভিযোগ তার উপর উত্তম শাবল নিয়ে হামলা করে মাথার পেছনে শাবল দিয়ে আঘাত করে । সে সময় প্রতিবেশী এক মহিলা বিশাখা সরকার ঠেকাতে গেলে শাবল দিয়ে তার পায়েও আঘাত করে। এরপর এলাকার লোকজন দুজনেকেই বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে যাওয়ার পর ভরতচন্দ্রকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। ভারতের আহত অবস্থায় ভর্তি আছে প্রতিবেশী বিশাখা সরকার। এরপর এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ওই মাদক আসক্ত যুবকে বেদে মারধর করে পুলিশ হাতে তুলে দেয়।
স্থানীয়দের দাবি এলাকায় হিরোইন আসক্ত একাধিক যুবক। হিরনের ব্যবসা রম রমরমি চলছে এলাকায়। যার কারণে আজকে এই ঘটনা। মৃত ভরতচন্দ্র সরকারের পরিবার সহ এলাকাবাসী ওই মাদকাসক্ত যুবক উত্তম ঢালী শাস্তি চাইছেন। অন্যদিকে আসামি উত্তমের বাবাও ছেলের শাস্তির দাবি করছেন।