শিলিগুড়িতে পথ দুর্ঘটনায় মৃত ১, ব্যাপক চাঞ্চল এলাকায়
1 dead in Siliguri road accident, high tension in the area

The Truth Of Bengal : শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত নকশালবাড়ির হাতিঘিষা এলাকায় কন্টেইনারের ধাক্কায় মৃত্যু এক ব্যক্তির। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত ব্যক্তির নাম খুশিরাম গুরুং(৬৯)। সে নকশালবাড়ির হাতিঘিসার মোঙ্গলসিং এর বাসিন্দা।
জানা গিয়েছে ওই ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিলেন ঠিক সেই সময় নকশালবাড়ির হাতিঘিষা এলাকায় বাগডোগরার দিক থেকে আসা একটি কন্টেনার পিছন থেকে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ব্যক্তির। এই দেখে তড়িঘড়ি স্থানীয়রা খবর দেয় পুলিশকে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নকশালবাড়ি থানার পুলিশ।
অপরদিকে ঘটনার খবর চাউর হতেই স্থানীয়রা ভীড় করে এলাকায়। এরপর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উওরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। অন্যদিকে কন্টেনারটি ঘটনাস্থলে থেকে পালিয়ে গেলেও শিলিগুড়ি মহাকুমার খড়িবাড়ির কোয়ার্টার মোড়ে গাড়িটিকে আটক করে পুলিশ। তবে কনটেরার রেখে চালক পালিয়ে যায়। যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নকশালবাড়ি থানার পুলিশ। ঘাতক কন্টেনারের চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।