রাজ্যের খবর
দক্ষিণ ২৪ পরগনায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ১
1 dead in fatal road accident in South 24 Parganas

The Truth Of Bengal: জাতীয় সড়কের পথ দুর্ঘটনায় মৃত্যু হলো বছর ২৫ শের এক যুবকের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত পৈলান জার্মান কোম্পানির সামনে।
জানা যায়, একটি বাইক কলকাতার দিক থেকে ডায়মন্ড হারবারের দিকে যাচ্ছিল, ঠিক তার বিপরীত দিক থেকে একটি লরি কলকাতার দিকে যাচ্ছিল। এরপর জার্মান কোম্পানির সামনে মুখোমুখি সংঘর্ষে রাস্তায় লুটিয়ে পড়ে সাইফুদ্দিন নামে এক যুবক। জোরে আওয়াজ শুনে ঘটনাস্থলে দৌড়ে আসেন স্থানীয়রা। এরপর তারা আহত ব্যক্তিকে উদ্ধার করে আমতলা গ্রামীন হসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিংসকেরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন।
জানা যায়, মৃত সাইফুদ্দিন বাড়ি ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের ৪ পশ্চিম মসজিদ রোডে। ইতিমধ্যেই ঘাতক লড়িটি কে আটক করে সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ।