
The Truth Of Bengal: মনিরুল ইসলাম, পূর্ব বর্ধমান : পুলিশের তাড়া খেয়ে রেলে কাটা পড়ে মৃত্যু এক ব্যক্তির।প্রতিবাদে সমুদ্রগড়ের কাঞ্চনতলা এলাকায় কালনা কাটোয়া এসটিকে রোডে পথ অবরোধে শামিল এলাকাবাসী। পথ অবরোধ তুলতে পুলিশের লাঠিচার্জ। ঘটনায় কয়েকজনকে আটক করেছে নাদনঘাট থানা পুলিশ।
সূত্রের খবর, পূর্ব বর্ধমান জেলার কাঞ্চনতলা রেললাইন সংলগ্ন এলাকায় কয়েকজন বসে নেশা করছিল। এমন সময় নাদনঘাট থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে তাড়া করলে, সেখান থেকে পালাতে গিয়ে পবন হালদার নামে এক ব্যক্তি রেলে কাটা পড়ে। স্থানীয় এলাকাবাসীদের দাবি, রাত হলেই পুলিশ এখানে অত্যাচার চালায়, আর পুলিশের তাড়া খেয়ে মৃত্যু হয়েছে পবন হালদারের। আর তারই প্রতিবাদে পথ অবরোধে শামিল হয় তারা। এরপরই পুলিশ এসে লাঠিচার্জ করে পথ অবরোধ তুলে দেয়। ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা ছড়ায়।
বর্তমানে ঘটনাস্থলে নাদনঘাট থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনায় পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। যদিও এ বিষয়ে পুলিশের এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।