রাজ্যের খবর

পথ দুর্ঘটনায় মৃত ১, আহত ১

1 dead, 1 injured in road accident

The Truth Of Bengal: বাড়ি থেকে কলেজে যাওয়ার নাম করে বেরিয়েছিলেন দুই বন্ধু। কলেজ শেষে বিষ্ণুপুরে ঘুরতে এসে পথ দুর্ঘটনার কবলে পড়েন তারা। আর বাড়ি ফেরা হলো না এক বন্ধুর। আহত আরো এক।

সূত্রের খবর, মেদিনীপুর জেলার সালবনি গ্রামের বাসিন্দা দুই বন্ধু সন্দীপ সেন ও প্রতিম সার বাড়ি থেকে বেরিয়েছিল কলেজে যাওয়ার নাম করে, কলেজ শেষে দরকারি কাজে বিষ্ণুপুরে ঘুরতে আসে দুই বন্ধু। দরকারি কাজ মিটিয়ে বিষ্ণুপুর থেকে ফেরার পথে গতকাল রাতে বিষ্ণুপুর থানার মড়ার এক নম্বর ক্যাম্প সংলগ্ন ৬০ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় সূত্র খবর দুই বন্ধু একটি মোটর বাইক করে বিষ্ণুপুর থেকে মেদিনীপুরের দিকে যাচ্ছিল মেদিনীপুরের দিক থেকে বিষ্ণুপুরের দিকে আসছিল। তখন একটি ১২ চাকা লরি মরার এক নম্বর ক্যাম্প সংলগ্ন এলাকায় মোটরবাইক ও লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছেছিল বিষ্ণুপুর থানা পুলিশ ঘাতক লরিটিকে আটক করেছে

ঘটনায় মৃত্যু হয় প্রতিম সার নামে এক ব্যক্তির বয়স ২৩ বছর। গুরুতর আহত হয় অপর বন্ধু সন্দীপ সেন বয়স ২২ বছর। এরপর তড়িঘড়ি আহত কে নিয়ে আসা হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে অবস্থার অবনতি হলে তাকে রেফার করা হয় অন্যত্র। এদিকে মৃতদেহ আনা হয় বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য।

FREE ACCESS

Related Articles