রাজ্যের খবর
ভারত ভুটান সীমান্তে সোনার বিস্কুট সহ গ্রেফতার ১
1 arrested with gold biscuits on India-Bhutan border

The Truth Of Bengal, প্রকাশ মন্ডল, আলিপুরদুয়ার:- ২৮ টি সোনার বিস্কুট সহ এক ব্যক্তিকে আটক করেছে এসএসবি ৫৩ ব্যাটেলিয়নের জওয়ানরা। ঘটনাটি জয়গাঁ ভুটান গেটের সামনে ঘটে।
জানা যায়, হরিয়ানার বাসিন্দা অশ্বিনী কুমার গত ১৪ মার্চ ভুটানে ঘুরতে গিয়েছিলেন। সেখানে থিম্পু থেকে সোনার বিস্কুট ক্রয় করেন। এরপর সেই সোনার বিস্কুট নিয়ে দেশে ফেরার চেষ্টা করছিলেন ওই ব্যক্তি। সোনার বিস্কুট টি পকেটে নিয়ে পেডেস্ট্রিয়ান টার্মিনাল ধরে বের হতে গিয়ে এসএসবি-র জওয়ানদের হাতে ধরা পড়ে যান তিনি।
এসএসবি জওয়ানেরা উদ্ধারকৃত জিনিস ও ব্যক্তিকে তুলে দেন জয়গাঁ কাস্টমস-এর কাছে। জয়গাঁ কাস্টমস সূত্রে জানা যায় উদ্ধারকৃত ২৮ টি সোনার বিস্কুটের মোট দাম সাড়ে ৩৫ লক্ষ টাকা। এক একটি সোনার বিস্কুটে রয়েছে ২০ গ্রাম সোনা।
FREE ACCESS