
The Truth Of bengal: হাজরা চিত্তরঞ্জন জাতীয় ক্যান্সার হাসপাতালে রাজ্যপাল সিভি আনন্দ বোস। হাসপাতালে সামনে জড়ো হয়েছেন বহু মানুষ। শ্লীলতাহানির ঘটনার জেরে রাজ্যপালের বিরুদ্ধে স্লোগান। হাজরা আশুতোষ কলেজের ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ দেখান রাজ্যপাল কে ঘিরে। যার কারণে এভাবে তাঁকে হেনস্থার কারণে শোরগোল রাজ্য রাজনীতিতে।
এর আগে শ্লীলতাহানির অভিযোগে সরব হয়েছিলেন নতুন প্রজন্ম তারপর মহিলাকে ধর্ষণ করবার অভিযোগের মধ্যেও তার নাম জড়ায়। তবে এত দিন যে রাজ্যপালকে শ্রদ্ধার চোখে দেখতেন এই প্রজন্ম বর্তমানে তাঁকে এহেন কটাক্ষের শিকার হতে হবে কল্পনা করেননি কেও।
এদিন আশুতোষ কলেজের ছাত্ররা তাঁকে ঘিরে প্রতিবাদ করতে থাকেন। এবং হাতে জুতো তুলে নেয়, এবং “লজ্জা লজ্জা” বলে শ্লোগান দিতে থাকে সিভি বোস কে কেন্দ্র করে। কিন্তু কেউ গণমাধ্যমের কাছে এদিন মুখ খুলতে নারাজ ছিলেন। ঘটনাটি নিয়ে রাজ্যপাল নিজেও কোনও মন্তব্য করতে নারাজ ছিলেন এদিন।