রাজ্যের খবর

চাকদা হাসপাতালের জরুরি বিভাগের ছাদের চাঙ্গর ভেঙে পড়ে ছড়াল বিপত্তি  

Chakda Hospital emergency department roof collapses, causing chaos

Truth of Bengal: নদিয়ার চাকদা স্টেট জেনারেল হাসপাতালে রবিবার রাতে ঘটে গেল বিপজ্জনক এক ঘটনা। হঠাৎ করেই জরুরি বিভাগের ছাদের চাঙ্গর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে, আর তাতেই রীতিমতো চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে। সৌভাগ্যবশত সেই মুহূর্তে ছাদের নিচে কেউ না থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে।

জরুরি বিভাগে তখন উপস্থিত ছিলেন একাধিক চিকিৎসক, নার্স, হাসপাতাল কর্মী, রোগী ও তাদের পরিবারের সদস্যরা। ঘটনার আকস্মিকতায় সকলে আতঙ্কিত হয়ে পড়েন। মুহূর্তে এলাকা খালি করে ফেলা হয় এবং দ্রুত ভেঙে পড়া চাঙ্গর পরিষ্কার করে সরিয়ে দেওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষের তরফে।

এই ঘটনার পর হাসপাতালের পরিকাঠামোগত নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন রোগী ও তাঁদের আত্মীয়রা। দীর্ঘদিন ধরে পুরনো ভবনের রক্ষণাবেক্ষণের অভাব এবং অব্যবস্থাপনার অভিযোগও উঠেছে।

তবে, পরিস্থিতি সামাল দিতে সোমবার সকাল থেকেই হাসপাতাল কর্তৃপক্ষ মেরামতির কাজ শুরু করেছে। তবুও প্রশ্ন থেকেই যাচ্ছে, একটি গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালের জরুরি বিভাগেই যদি এমন বিপজ্জনক অবস্থা থাকে, তবে রোগীদের নিরাপত্তা কোথায়?

Related Articles