The Truth of Bengal: ip.iদীর্ঘদিন পর মাঠে ফিরে দাগ কাটতে পারলেন না বিরাট কোহলি। তবে শুক্রবার চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে নেমে আরো একটি রেকর্ড গড়ে ফেললেন বিরাট। প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসাবে টি ২০-তে ১২ হাজার রান পূর্ণ করে ফেললেন বিরাট। অন্যদিকে বিরাটের সঙ্গে ব্যাট করতে নেমে ডুপ্লেসিকে আক্রমণাত্মক ভূমিকা নিতে দেখা যায়।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে বিরাট খুব একটা সাবলীল ব্যাট করতে পারেনি। কিছুক্ষণের মধ্যে ছন্দে ফেরার চেষ্টা করেও সফল হননি। শেষ পর্যন্ত ২০ বলে ২১ রান করে আউট হয়ে যান। মাত্র একটি ছয় মেরেই আউট হয়ে যান। বিরাট কোহলির এখন টি ২০ ক্রিকেটে রান ১২০১৫ রান।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৬ উইকেটে ১৭৩ রান করেন। অনুজ রাওয়াত ও দীনেশ কার্তিকের জুটি বেঙ্গালুরুকে ১৭৩ রানে পৌঁছে দেয়। অনুজ ৪৮ রান করে অপরাজিত থাকেন। অন্যদিকে দীনেশ কার্তিক ৩৮ রান করেন। চেন্নাইয়ের সামনে ১৭৪ রানের লক্ষ্যমাত্রা রাখে বেঙ্গালুরু।