আবহাওয়া কাল, ধরমশালার ম্যাচ ঘিরে অনিশ্চয়তা
Uncertainty surrounding the weather tomorrow, Dharamshala match

The Truth Of Bengal : সিরিজ পকেটে পুরে নেওয়ার পরেও রোহিত ব্রিগেডের ম্যাচ রয়েছে ৭ মার্চ । ধরমশালায় এই ম্যাচ থাকলেও সংশয় রয়েছে । ধরমশালায় আদৌ এই ম্যাচ অনুষ্ঠিত হবে কিনা কারণ আবহাওয়া অত্যন্ত খারাপ সে কারণেই একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে।পাহাড় ঘেরা এই শহর সারা বছর ঠান্ডা থাকে কিন্তু ভারত ইংল্যান্ড টেস্ট ম্যাচ চলাকালীন আবহাওয়ার যে পূর্বাভাস তাতে স্বস্তি পাচ্ছে না ক্রিকেটকর্তারা ।
ম্যাচের দিনগুলোতে আবহাওয়া অনুকূল না থাকলে ম্যাচ বাতিল ও হতে পারে । ৭ মার্চ থেকে অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচের সময় আবহাওয়া একদম অনুকূলে থাকবে না তা আগেই পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। বৃহস্পতি, শনি ও সোমবার বরফ পড়ার পূর্বাভাস রয়েছে। সঙ্গে বৃষ্টিপাত হতে পারে। ম্যাচের দিনগুলোর সারাদিন আকাশ মেঘলা থাকবে রোদ ওঠার সম্ভাবনা নেই হলে তো ম্যাচ ভেস্তে যাওয়ার একটা আশঙ্কা রয়েইছে । ম্যাচে জিতে যাওয়া ভারতীয় টিম শেষ ম্যাচ কে একদম হালকাভাবে নিচ্ছে না । এর আগে ভারত যে দাপটের সঙ্গে খেলেছে পঞ্চম টেস্টেও সেই দাপট দেখাতে চাইছে।
এদিকে এই সিরিজে পাওয়া যায়নি বিরাট কোহলিকে । তরুন টিম নিয়েই জয়ী রোহিত ব্রিগেড । জেদ, দায়বদ্ধতা এবং ধৈর্য দেখিয়ে সিরিজ জিতেছ তারা । প্রথম টেস্ট হারের পর নানান রকম প্রশ্ন উঠেছিল ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে । তার পর থেকে বিদ্ধংসী মেজাজে খেলেছে গোটা দল । টানা ৩টি ম্যাচে জয়। ধর্মশালা ম্যাচের জন্য অনেক ভেবেচিন্তে দল ঘোষণা করেছে বিসিসিআই। তাদেরকে সেরা পারফর্ম করতে হবে ধরেই নিয়েছে রোহিত ব্রিগেড। সব ঠিক থাকলেও আবহাওয়া কতটা অনুকূল থাকবে তার নিয়ে সংশয়ী প্রত্যেকেই ।
Free Access