“সব ছিনিয়ে নিক কিন্তু বাবাকে না”- আর্জি, বিএসএফ জওয়ান পূর্নমকুমার সাউ এর ছোট্ট ছেলে আরবের
"Take everything but not my father" - BSF jawan Poornamkumar Sau's younger son pleads with Arab

Truth of Bengal: পাকিস্তান আমার বাবাকে ছেড়ে দিক আর কিছু চাই না। বাবাকে খুব ভালোবাসি। সব ছিনিয়ে নিক কিন্তু বাবাকে না। বিএসএফ জওয়ান পূর্নম কুমার সাউ এর ছেলে আরবের আর্জি।
গত কয়েকদিন ধরে বাড়ির অবস্থা মা ঠাকুমা দাদুদের দেখে ছোট্ট আরব উপলব্ধি করেছে কিছু একটা খারাপ হয়েছে। তার মাকে জিজ্ঞাসা করেই জানতে পারে, বাবাকে পাকিস্তানে বন্দী করে রাখা হয়েছে।
কুম্ভ মেলার ডিউটি করে শেষবার যখন জওয়ান বাড়ি ফিরেছিল তখন ছেলের জন্য পছন্দের খেলনা নিয়ে এসেছিলেন। সারা বছর হয়তো বাবার সঙ্গে সামনাসামনি দেখা হয় না আরবের কিন্তু ভিডিও কলের মাধ্যমে কথা হয় রোজই। যেদিন পাক রেঞ্জার্সের হাতে আটক হন তার আগের রাতেও ছেলের সঙ্গে কথা হয়েছে। অনেক সময় রাত হলে ঘুমিয়ে পরে আরব তখন মা তাকে ডেকে দেয় বাবা ফোন করেছে বলে। বেশ বাবার সঙ্গে কথা বলে আবার ঘুমিয়ে পড়ে সে। কিন্তু গত ছদিন প্রায় বিনিদ্র রজনী কেটেছে সাউ পরিবারের। তৃতীয় শ্রেণীর ছাত্র আরব এই কদিন স্কুলেও যায়নি। শত্রু দেশে বন্দি রয়েছে বাবা। কি অবস্থায় আছে? সেটা জানে না। বাবা যেখানে চাকরি করেন মায়ের সঙ্গে সেখানেই যাচ্ছে আরব।
“সব ছিনিয়ে নিক কিন্তু বাবাকে না”- আর্জি, বিএসএফ জওয়ান পূর্নমকুমার সাউ এর ছোট্ট ছেলে আরবের pic.twitter.com/JG2qtVJRJk
— TOB DIGITAL (@DigitalTob) April 28, 2025
সে জানায় ,”পাঠানকোট যাচ্ছি বাবাকে ছাড়িয়ে আনবো। আগে কোনদিনও প্লেনে উঠিনি। এই প্রথম উঠবো। গত মঙ্গলবার রাত দশটায় ফোনে বাবার সঙ্গে শেষ বারের মত কথা হয়েছে।”
সোমবার সকাল ১১ টা নাগাদ পূর্নমের স্ত্রী রজনী, ছেলে আরব সহ তিন আত্মীয় সত্য প্রকাশ পিঙ্কি ও পূজা গুপ্তা পাঠানকোট যাবার জন্য দমদম এয়ারপোর্ট এর উদ্দেশ্যে রওনা দেন। বাড়ি থেকে বেরোনোর সময় বাড়ির সদর দরজায় প্রণাম করে রজনী। চোখে জল নিয়েই গাড়িতে ওঠেন।পূর্নমের মা বাবা, বৌমা নাতিকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিতে যান।
যাবার আগে রজনী বলেন, “আমার বাচ্চা যখন আমাকে জিজ্ঞেস করে বাবা কোথায় আছে কেমন আছে? তাকে কোনো উত্তর দিতে পারিনি। যে রোজ ভিডিও কলে কথা বলতে বাবার সাথে। গত ছ’দিন ধরে কোন কথা সে বলতে পারছে না।পাঠানকোটে কোনো উত্তর না পেলে দিল্লী যাবো।”