ঠাকুর গড়ে পোস্ট, অপরাজিতা আঢ্যর শিল্পী সত্ত্বায় মুগ্ধ নেট দুনিয়া
Tagore posted on Netpara, Aparajita Aadhya artist sattva impressed net world

Truth Of Bengal: টলিউড অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে কেনা চেনে? তিনি মেগা থেকে শুরু করে সিনেমা সব ক্ষেত্রেই দাপিয়ে অভিনয় করে চলেছেন। অভিনেত্রী এবং নৃত্যশিল্পী হয়ে তিনি সকলের কাছে ধরা দিয়েছেন। তাঁর অভিনয়ে আট থেকে আশি সকলেই মুগ্ধ। তবে অভিনয় এবং নাচের মধ্য দিয়ে তাঁকে সকলেই চেনে। তবে এবারে সম্পূর্ণ অন্য গুনে নিজেকে ধরা দিলেন তিনি।
View this post on Instagram
মৃৎশিল্পী হয়ে এবারে নতুন ভাবে নিজেকে ধরা দিলেন অপরাজিতা। বালতির উপর মাটি রেখে ধীরে ধীরে গণেশ মূর্তি গড়তে দেখা গেল অপরাজিতা আঢ্যকে। আর সেই মাটি দিয়ে মূর্তি গড়ার ভিডিয়োটি ইনস্টাগ্রামে পোস্ট করতে ভুললেন না অভিনেত্রী। তিনি লিখলেন, ‘শিল্পের মাথা সবসময় তাড়া করে কিছু না কিছু করতেই হবে বলে সে যাই হোক। আজকের পড়া ছিলো ঠাকুর বানানো।’ অপরাজিতা আঢ্যর ওই পোস্ট করা ভিডিওর শিল্পী সত্ত্বায় মুগ্ধ নেটপাড়া।
View this post on Instagram
প্রসঙ্গত, অভিনেত্রী বরাবরই সমাজ মাধ্যমে সক্রিয়। কমবেশি নানান কিছু তিনি সমাজমাধ্যমে শেয়ার করে থাকেন। এর আগে অভিনেত্রীকে আরজি কর কাণ্ড নিয়েও সমাজমাধ্যমে সরব হতে দেখা গিয়েছে। এমনকি আর্টিস্ট ফোরামের তরফে ছোটপর্দার শিল্পীদের প্রতিবাদ মিছিলের কথা তুলে ধরতে দেখা গিয়েছিল ইনস্টাগ্রামের পাতায়। কিছুদিন আগেই তিনি জন্মাষ্টমীর কিছু ভিডিও তুলে ধরেছিলেন অপরাজিতা। তবে অভিনেত্রী এবারে সত্যিই নিজেকে একটু অন্যরকম ভাবে তুলে ধরলেন সমাজমাধ্যমে।