বিগ বি-র সম্পত্তি ভাগ! বচ্চন পরিবারে ৩১৬০ কোটির বাটোয়ারা….
Share of Bachchan family property

The Truth Of Bengal: সেলেব পাড়ায় শোনা যাচ্ছে বচ্চন পরিবারের সম্পত্তির ভাগ শুরু হয়েছে। কিন্তু জানেন কী দুই সন্তান অভিষেক বচ্চন এবং শ্বেতা বচ্চন ঠিক কতটা করে সম্পত্তি পাচ্ছেন বাবার?
শোনা যাচ্ছে ভাগ হচ্ছে বচ্চন পরিবারের বিপুল সম্পত্তি। মাত্র কিছুদিন আগেই শ্বেতা বচ্চনকে নিজের বাড়ি ‘প্রতীক্ষা’ লিখে দিয়েছিলেন অমিতাভ। এবার নাকি নিজের ৩১৬০ কোটির সম্পত্তির ভাগ বাটোয়ারা করছেন। খুব স্বাভাবিকভাবেই এই নিয়ে সাধারণের কৌতূহলের কোন শেষ নেই।
জানা যাচ্ছে ছেলে অভিষেক এবং মেয়ে শ্বেতা দুজনেই পাবেন ১৬০০ কোটি করে। ‘প্রতীক্ষা’ নামক যে বাংলোটি শ্বেতাকে লিখে দেওয়া হয়েছে সেই বাংলোটির এই মুহূর্তে বাজারদর পঞ্চাশ কোটি উপরে। তাহলে বুঝতেই পারছেন মোট সম্পত্তির মধ্যে সমান ভাগ হচ্ছে দুই ভাই বোনের।
শুধু তাই নয় বাবার দেওয়া সম্পত্তি ছাড়াও প্রচুর সম্পত্তির মালিক অভিষেক এবং শ্বেতা। বাবার সম্পত্তি ছাড়াও ২৮০ কোটির সম্পত্তির অধিকারী অভিষেক বচ্চন। সেক্ষেত্রে বাবার দেওয়া সম্পত্তি যোগ হলে দাঁড়াবে ১৮৬০ কোটি টাকা। আবার শ্বেতা নিজেও ১১০ কোটির অধিকারী। বাবার দেওয়া ১৬০০ কোটি পেলে তার সম্পত্তি দাঁড়াবে ১৬৯০ এর কাছাকাছি।
এক্ষেত্রে প্রশ্ন থাকে যে বচ্চন পরিবারের পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চনের সম্পত্তির খতিয়ান ঠিক কত। উল্লেখ্য কারোর থেকে সম্পত্তি না পেয়েই ৭৭৬ কোটির মালিক ঐশ্বর্য। সুতরাং বুঝতেই পারছেন অভিষেকের থেকে ঐশ্বর্যের সম্পত্তির পরিমাণ এমনিতেই বেশি। তবে বাবার সম্পত্তিতে লাভবান হওয়ার পর স্ত্রীর সম্পত্তিকে ছাপিয়ে যাবে অভিষেকের সম্পত্তি।
Free Access