Uncategorizedখেলা

মেসি জিদান হলেন মুখোমুখি

Messi_ Zidane

The Truth of Bengal: মেসি মানেই বিস্ময় ।আর সেই মেসি এবার  জিনেদিন জিদান হলেন মুখোমুখি। মাঠের লড়াইয়ে ২০০৫ প্রথম এবং শেষবারের মতো একে অপরের মুখোমুখি হয়।  তবে একসঙ্গে খেলার সুযোগ হয়নি কখনো। কারণ, দুইজন খেলতেন চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলে। একজন কোচ এবং অপরজন খেলোয়াড় হিসেবে। তারপর পেরিয়ে গেছে অনেকটা সময়। এবার একসঙ্গে ক্যামেরার সামনে সাক্ষাৎকার দিতে দেখা গেল তাদের।খেলার সরঞ্জাম  প্রস্ততকারক সংস্থা  অ্যাডিডাস গত ২৯ সেপ্টেম্বর এই দুজন কে মুখোমুখি বসায় । চিরপ্রতিদ্বন্দ্বী হলেও প্রশংসা পঞ্চমুখ ছিলেন তারা।

কথা বলেন জীবন, ফুটবল ও বিভিন্ন বিষয় নিয়ে , দীর্ঘদিন পর এভাবে পাশাপাশি হয়ে খুশি দুজন্ই ।   জিদান বলেন, ‘এটা দুঃখজনক যে আমরা একসঙ্গে খেলতে পারিনি। তবে তোমাকে বল পাস দেওয়ার এটাই সময় । আমি অনেকটা দূর থেকে এসেছি। তবে তোমার সঙ্গে ফুটবল সম্পর্কে কিছু কথা বলতে পারাটা আনন্দদায়ক। কারণ, সবাই এটা শুনতে চায়।’ জবাবে মেসি বলেন, ‘প্রথমত এটা আমার জন্যও আনন্দের। কারণ, আপনি জানেন আমি আপনাকে কতটা শ্রদ্ধা করি। আমাদের একসঙ্গে খেলার সুযোগ হয়নি। তবে কিছুটা একে অপরের বিরুদ্ধে খেলেছি, আপনি একজন কোচ ও আমি একজন খেলোয়াড় হিসেবে।

তবে আমি আপনাকে সবসময় শ্রদ্ধা ও সম্মান করেছি। একপর্যায়ে জিদানকে বলা হয় কয়েক শব্দে মেসিকে বর্ণনা করতে। কিন্তু ফরাসি কিংবদন্তি কেবল একটি শব্দই ব্যবহার করলেন। তিনি বললেন, ‘ম্যাজিক (জাদু)। মেসি আর আমি প্রতিদিন একসঙ্গে থাকি না। তাই আজকের দিনটি আমার জন্য গুরুত্বপূর্ণ কারণ, আমি বলতে পারি তাকে কতটা ভালোবাসি এবং আমি মনে করি এটা ম্যাজিক, খাঁটি ম্যাজিক।’ জিদান মেসি পরস্পরকে নিয়ে আলোচনা করেন । দুজনেই বেশ খুশি। ধনবাদ দিয়েছে অ্যাডিডাসকে ।

Related Articles