Uncategorizedদেশ
Trending

রাতের অন্ধকারে কার্গিল এয়ারস্ট্রিপে নামলো ভারতীয় বায়ুসেনার বিমান, প্রথমবার রাতে কার্গিলে অবতরণ বিমানের …

Indian Air Force aircraft landed at Kargil airstrip in the dark of night, for the first time an aircraft landed in Kargil at night

The Truth Of Bengal: রাতের অন্ধকারে কার্গিল এয়ারস্ট্রিপে নামলো ভারতীয় বায়ুসেনার বিমান। সমুদ্রপৃষ্ঠ থেকে ৮৮০০ ফুট উচ্চতায় অবস্থিত এই এয়ারস্ট্রিপ। তবে এটাই প্রথমবার বায়ুসেনার কোনও বিমান রাতে কার্গিলে অবতরণ করল। ইতিমধ্যেই ভারতীয় বায়ুসেনার তরফে সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয়েছে।

গত নভেম্বরে উত্তরাখণ্ডের এক দুর্গম এয়ারস্ট্রিপে বায়ুসেনার দুটি সি-১৩০, জে-২০ সুপার হারকিউলিস সামরিক পরিবহন বিমান অবতরণ করেছিল। ওই অভিযান হয়েছিল প্রতিকূল আবহাওয়ার মধ্যে। মূলত গত নভেম্বরে সিল্কিয়ারায় নির্মানাধীন সুড়ঙ্গে ধসের কবলে পড়ে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে সহয়তার জন্য ভারী সরঞ্জাম এসেছিল বিমান দুটিতে। গত বছরই সুদানে রাতের অন্ধকারে পরিচালিত এক অভিযানে এই বিমান ব্যবহার করেছিল বায়ুসেনা। তবে এটাই প্রথমবার কার্গিল এয়ারস্ট্রিপে রাতের অন্ধকারে ভারতীয় বায়ুসেনার সি-১৩০ জে বিমান অবতরণ করল। যে কার্গিলের অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে ৮৮০০ ফুট উচ্চতায়।

দিনের বেলায় এখানে বিমান অবতরণ করা যথেষ্ট চ্যালেঞ্জের পাইলটদের। তাই রাতের অন্ধকারে বিমান নামিয়ে রেকর্ড গড়ল বায়ুসেনা। ইতিমধ্যেই রবিবার সোশ্যাল মি়ডিয়াতে বিমান অবতরণের একটি ভিডিও বায়ুসেনার তরফ থেকে পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, প্রথমবার আইএএফ-এর সি ১৩০ জে বিমান কার্গিল এয়ারস্ট্রিপে অবতরণ করেছে রাতে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, রাতের অন্ধকারে এই বিমান অবতরণ করানো কম চ্যালেঞ্জের ছিল না পাইলটদের কাছে, মূলত এটাই তাদের দক্ষতার একটা পরিচয় মাত্র। একই সঙ্গে বায়ুসেনার এলিট বাহিনীর প্রশিক্ষন অভিযানের সূচনা বায়ুসেনার সূক্ষ্ণ একটা পরিকল্পনারও পরিচয়। বায়ু সেনার তৎফ থেকে জানানো হয়েচে, এই অবিযানের কারণে তাদের যে প্রসিক্ষন হয়েছে তাতে পাহাড়ি পরিবেশে যে কোনও অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবিলার জন্য তারা প্রস্তুত।

Free Access

Related Articles