Uncategorizedরাজ্যের খবর

লোকালয়ে হাতির হানা, চাঞ্চল্য এলাকায়

Elephant attack in locality

Bangla Jago TV Desk : মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের রাঙ্গাপানির শিয়াভিটায় লোকালয়ে ঢুকে পড়ে একটি হাতি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে যে এদিন আচমকাই একটি হাতি শিয়াভিটায় লোকালয়ে ঢুকে পড়ে। এবং গোটা এলাকা দাপিয়ে বেড়ায়।

এই দেখে তরীঘরী স্থানীয়রা খবর দেন বনদপ্তরকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাগডোগরা রেঞ্জের বনকর্মীরা। এরপর বনকর্মীরা হাতিটিকে জঙ্গলে ঢুকিয়ে দেয়।

অপরদিকে হাতি দেখতে ভীড় জমান সাধারণ মানুষ। যদিও বনকর্মীরা সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে সাধারণ মানুষদের সরিয়ে দেয়।

 

FREE ACCESS

Related Articles