Uncategorizedবিনোদন
Trending

পাচার কর্মকান্ডের পর্দাফাঁস!লড়াই এবার আরও কঠিন…

Web Series Bodhan2

The Truth Of Bengal: ফের আসছে রাকা।এবার লড়াই আরও কঠিন।গত বছর সন্দীপ্তা সেন অভিনীত বোধন সিরিজটি ছিল বাংলা ওটিটি প্ল্যাটফর্মের অন্যতম সফল সিরিজ।এবার সেই রাকাকেই আবার ফিরিয়ে আনছেন পরিচালক অদিতি রায়। মুক্তি পেল বোধন-টুর ট্রেলার।বোধনের এই ২য় ভার্সান কেমন হল? গল্পইবা কী? চলুন এবার তাই জেনে নিই।

গত বছর মুক্তি পেয়েছিল ‘বোধন’। অদিতি রায় পরিচালিত এই সিরিজে উঠেছিল মেয়েদের রুখে দাঁড়ানোর গল্প। এবার সামনে এল সিরিজের দ্বিতীয় ভাগের ট্রেলার। সিরিজের নির্মাতাদের তরফে জানানো হয়েছে এই সিরিজটি আসলে একটি সোশ্যাল থ্রিলার হতে চলেছে। তবে, কিছু চরিত্র এক থাকলেও এই গল্পটি একেবারেই আলাদা।

এই গল্পে দেখানো হয়েছে যে ঋজু এবং রাকা বর্তমানে বিবাহিত। শহর থেকে আড়াইশ কিলোমিটার দূরে একটি ব্রিজ ভেঙে পড়েছে। সেটার তদারকিতে ডিভিশনাল কমিশনার হিসেবে যাচ্ছেন ঋজু। তাঁর সঙ্গে এই সফরে সঙ্গী হয়েছে তাঁর বেটার হাফ রাকাও। এই সফরে কী কী ঘটে এবং তাঁদের জীবন কোনদিকে মোড় নেয় সেটা নিয়েই এগোবে এই সিরিজের প্রতিটা পর্ব।

এবারের সিরিজে একটি মেয়ে পাচার কর্মকান্ডের পর্দাফাঁস করবেন রাকা ওরফে সন্দীপ্তা। এর জন্য তাঁকে নাকি প্রচুর চেজিং সিন করতে হয়েছে। এখানে তাঁর প্রধান প্রতিপক্ষ মেয়ে পাচারকারী দলের প্রধান সুখেন। এই চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রাশিস।

গত বারের মতো এবারেও এক অসম লড়াইয়ের সম্মুখীন হতে চলেছে রাকা ও তাঁর পরিবার।সিরিজের ট্রেলার দেখে বোঝা গেল যে এবারের লড়াই আরও কঠিন হতে চলেছে।এই লড়াইয়ে তিনি কীভাবে সফল হবেন তাই জানতে অবশ্যই দেখতে হবে বোধন-টু।

Free Access

Related Articles